গত ২১ শে আগস্ট “ইউআর ক্রিস্টিয়ানো” নামে ইউটিউব চ্যানেল ওপেন করেন বর্তমান সময়ের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যানেলটি প্রকাশিত হওয়ার পরের একদিনে সাবস্ক্রাইবার এর সংখ্যা গিয়ে দাঁড়ায় ১ কোটি ৯৭ লাখে।
রোনালদোকে ইউটিউবে দেখার জন্য হুমরি খেয়ে পড়েছে তার ভক্ত সমর্থকরা। এর মধ্যে আবার জানা গেল বিশাল এক সুখবর। এটা শুধু ফুটবল ফ্যানদের জন্য নয় বরং ক্রিকেট ফ্যানদের জন্য অবিশ্বাস্য একটি ঘটনা হতে যাচ্ছে।
যখন রোনালদোর ইউটিউব চ্যানেল নিয়ে ভক্তদের মাঝে হুড়োহুড়ি এর ভেতরেই জানা গেল ক্রিকেটের রাজা হিসেবে পরিচিত বিরাট কোহলি অতিথি হয়ে আসছেন রোনালদোর ইউটিউব চ্যানলে। একদিকে থাকছেন পায়ের জাদুতে গোলের ঝড় তোলা ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে থাকছেন ব্যাট হাতে রানের ঝড় তোলা বিরাট কোহলি।
এযেন ফুটবল এবং ক্রিকেটের দুই মহাতারকার মিলন মেলা। যেখানে তৈরি হতে পারে ফুটবল এবং ক্রিকেটের বিশেষ কিছু মুহূর্ত, যা ফুটবল এবং ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। এই প্রথম এমন কোন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে সমর্থকরা।
আগে থেকেই বোঝা যাচ্ছে এই দুই বিশ্ব তারকার আড্ডাটা জমবে বেশ। তাদের এই আড্ডাটা নেট দুনিয়ায় যে ঝড় তুলবে এমনটাই ভবিষ্যৎবাণী করলেন বিরাট কোহলির আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর।
তবে এখানেই শেষ নয়, রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুর এর সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোষ্টের ভেতরে দেখা যাচ্ছে রোনালদো এবং কোহলি একজন আরেকজনের দিকে তাকিয়ে একটি ভিডিও সেটাপে বসে আছেন। এগুলো দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন নতুন কিছু আসতে যাচ্ছে নেট দুনিয়ায়।
এই দুই মহা তারকার আড্ডার ভিডিওটা কবে নাগাদ প্রকাশ হবে সেটা জানা যায়নি। তবে ধারণা করা যায়, যেহেতু প্রতি বুধবারে ভিডিও আপলোড করা হয় সেই অনুযায়ী চতুর্থ সেপ্টেম্বর আসতে পারে কাঙ্খিত এই ভিডিওটি। রোনালদো তার খোলা নতুন ইউটিউব চ্যানেল “ইউআর ক্রিস্টিয়ানো”তে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে প্রথমদিকে ভিডিও শেয়ার করেছেন।
শুধু যে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়েই ভিডিও করেছেন এমনটা ঠিক নয়, তিনি আরো ভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করেছেন। তিনি এই পর্যন্ত মোট ২৭ টি ভিন্ন ভিন্ন ভিডিও শেয়ার করেছেন। এইসব ভিডিও গুলো মুহূর্তের ভিতরেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
জানতে পারেনঃ সেই ফ্রান্সের কাছে হেরেই আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ
যখন একদিকে বিরাট কোহলি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর আড্ডার বিষয়টা নিয়ে মাতামাতি, অপরদিকে রোনালদোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক কমেন্ট আর ভিউ এর ঝড় যেন থামছেই না। রোনালদোর এই ইউটিউব চ্যানেলে আপলোডকৃত ভিডিও গুলোর মধ্যে সর্বোচ্চ একটি ভিডিও ভিউ পেয়েছে ৪ কোটি ৮০ লাখ।
মাঠে যেমন গোল করে বিভিন্ন রেকর্ড তৈরি করেছেন রোনালদো, তেমনি এবার ইউটিউবেও রেকর্ড গড়েছেন তিনি। ইউটিউবে সবচেয়ে কম সময়ে বেশি সাবস্ক্রাইবারের রেকর্ডটাও এখন ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে।
সবশেষে দেখা যায় আজ বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত “ইউআর ক্রিস্টিয়ানো” চ্যানেলটির সাবস্ক্রাইবার এর সংখ্যা দাঁড়ায় ৫ কোটি ৭২ লাখের ও বেশি। রোনালদো ও বিরাট কোহলির ভক্তদের এই মাতামাতি আর নেটিজেনদের মন্তব্যে বোঝাই যাচ্ছে দুই বিশ্ব তারকার এই আড্ডাটা নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।