আপনি যদি সরাসরি খেলা দেখার সফটওয়্যার গুলো সম্পর্কে জানতে চান তাহলে এই লেখাটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। এই লেখাটিতে বর্তমান সময়ের জনপ্রিয় কয়েকটি স্পোর্টস ওয়াচিং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করা হবে।
বর্তমান সময়ে প্রায় সকলেই খেলা দেখতে পছন্দ করে। কিন্তু পূর্বের মতো youtube এ কিংবা ফেসবুকে অহরহর খেলা দেখা যায় না। বর্তমানে কর্তৃপক্ষ ফেসবুক ও ইউটিউব এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে সরাসরি খেলা সম্প্রচার করে না।
তাই দর্শকদের বেশ বেগ পোহাতে হয়। বর্তমানে আইপিএল থেকে শুরু করে বাংলাদেশি বিভিন্ন টুর্নামেন্ট এবং জাতীয় দলের খেলা শুধুমাত্র টিভি চ্যানেলগুলোতে সম্প্রচার করা হয়। এই লেখাটিতে আমরা এমন কিছু মোবাইল সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব যেগুলো থেকে আপনারা সরাসরি খেলা দেখতে পারবেন।
সরাসরি খেলা দেখার সফটওয়্যার
সরাসরি লাইভ খেলা উপভোগ করার জন্য বর্তমান সময়ের সেরা ফ্রি সফটওয়্যার হচ্ছে Sportzfy ও Krira TV, এছাড়াও লাইভ স্কোর দেখার জন্য সেরা সফটওয়্যার হচ্ছে ক্রিকবাজ ও সোফাস্কোর।
আপনারা যদি সরাসরি খেলা দেখতে চান তাহলে গুগল থেকে সম্পূর্ণ ফ্রিতে Sportzfy অথবা Krira TV সফটওয়্যার ডাউনলোড করে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। আইপি টিভি হওয়ায় এগুলো থেকে লাইভ খেলা ফ্রিতে উপভোগ করতে পারবেন।
এবং আপনি যদি খেলার স্কোর দেখতে চান তাহলে আমি সাজেস্ট করব গুগল প্লে স্টোর থেকে Cricbuzz অথবা Sofascore সফটওয়্যার ডাউনলোড করে নিবেন। প্রতিটি খেলার লাইভ স্কোর সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যার গুলোতে দেখানো হয়।
১.Sportzfy
ফ্রিতে লাইভ খেলা দেখার সফটওয়্যার গুলোর মধ্যে Sportzfy সব থেকে জনপ্রিয়। এই apps এর সাহায্যে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা লাইভ উপভোগ করতে পারবেন। গুগলে Sportzfy অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যার এর অরিজিনাল ভার্সন ডাউনলোড করে খেলা উপভোগ করতে পারেন।
যেহেতু এটা একটি আইপি টিভি সফটওয়্যার। তাই বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। অবশ্যই আপনারা অরজিনাল সফটওয়্যার ডাউনলোড করার জন্য Sportzfy অফিসিয়াল ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন।
২.Krira TV
লাইভ খেলা দেখার সেরা সফটওয়্যারগুলোর মধ্যে দ্বিতীয়তে থাকবে Krira TV সফটওয়্যারটি। এটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ফুটবল এবং ক্রিকেট খেলার লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। তবে Krira TV সফটওয়্যার থেকে খেলা দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে SS Player নামক একটি অনলাইন ভিডিও প্লেয়ার অ্যাপস ডাউনলোড করতে হবে।
Krira TV মোবাইল সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে “Krira TV” লিখে সার্চ করুন। এরপরে প্রথম দিকে Krira TV অফিসিয়াল ওয়েবসাইট আসবে, সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সাজেস্ট করা হলো।
সম্পর্কিত লেখাঃ লাইভ ক্রিকেট স্কোর বল বাই বল দেখার নিয়ম।
৩.Cricbuzz
ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখার সেরা সফটওয়্যার হচ্ছে ক্রিকবাজ। এই সফটওয়্যার ব্যবহার করে আপনারা যেকোনো ধরনের ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখতে পারবেন। আইপিএল, বিপিএল, বিগব্যাস, আইএল টি-টোয়েন্টি, লংকান প্রিমিয়ার লিগ, সহ সকল ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ গুলোর লাইভ স্কোর দেখতে পারবেন।
এছাড়াও আপনারা চাইলে ক্রিকবাজ সফটওয়্যার ডাউনলোড না করে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সকল ধরনের ক্রিকেট খেলার লাইভ স্কোরসমূহ এবং খেলার শিডিউল দেখতে পারেন। ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখার জন্য Cricbuzz সেরা সফটওয়্যার।
৪.Sofascore
ফুটবল এবং ক্রিকেটসহ যাবতীয় সকল ধরনের খেলার লাইভ স্কোর দেখার জন্য Sofascore সবথেকে ভালো সফটওয়্যার। এই সফটওয়্যার এর মধ্যে যাবতীয় সকল ধরনের খেলার লাইভ স্কোর এবং আপডেট সমূহ উপভোগ করতে পারবেন।
আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে Sofascore অফিসিয়াল মোবাইল সফটওয়্যার এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ স্কোর উপভোগ করতে পারেন। Sofascore মোবাইল সফটওয়্যার ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে “Sofascore” লিখে সার্চ করুন।
৫.Sony live
ইন্ডিয়ার জনপ্রিয় একটি স্ট্রিম প্লাটফর্ম হল Sony live টিভি। Sony live এর মাধ্যমে সকল ধরনের খেলার লাইভ স্ট্রিম এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক মুভি, নাটক, ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে Sony live থেকে খেলা উপভোগ করার জন্য সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।
আপনারা চাইলে Sony live ওয়েবসাইট ব্যবহার করে তাদের সকল সেবা সমূহ উপভোগ করতে পারেন। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে “Sony live” লিখে সার্চ করে তাদের মোবাইল সফটওয়্যার ডাউনলোড করে সেবা উপভোগ করতে পারবেন।
৬.Apple TV
Iphone ব্যবহারকারীদের কাছে Apple TV খুবই জনপ্রিয় একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। Apple TV ওয়েবসাইট থেকে অথবা অ্যাপেল ইউজাররা Apple TV অ্যাপস ডাউনলোড করে সকল প্রিমিয়াম মুভি, ওয়েব সিরিজ সহ আমেরিকান সকার লিগ (MLS) এবং আমেরিকান বিভিন্ন ধরনের স্পোর্টস লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবে।
তবে এটি একটি প্রিমিয়াম স্ট্রিমিং প্ল্যাটফর্ম। Apple TV ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই তাদের সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে।
৭.Rabbitholebd Sports
খেলা দেখার জন্য সাবস্ক্রাইবশন বেসেড অন্যতম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Rabbitholebd Sports। সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে Rabbitholebd Sports অফিসিয়াল সফটওয়্যার ডাউনলোড করে ফুটবল এবং ক্রিকেট খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।
Rabbitholebd Sports ওয়েবসাইট রয়েছে, এক্ষেত্রে আপনারা টিভিতে কিংবা কম্পিউটারের বড় পর্দায় খেলা উপভোগ করতে পারবেন। Rabbitholebd Sports স্ট্রিমিং প্ল্যাটফর্ম এর সাবস্ক্রিপশন ক্রয় করার জন্য নির্ধারিত ফি প্রদান করতে হবে।
সম্পর্কিত লেখাঃ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট নিয়মাবলী ও খেলার নিয়ম।
টিভিতে লাইভ খেলা দেখার চ্যানেল
বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক এবং জাতীয় ও ঘরোয়া পর্যায়ের খেলাগুলো টিভি চ্যানেলে লাইভ স্ট্রিমিং করা হয়। চলুন জেনে নেই যেসকল টিভি চ্যানেলে আপনারা সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন।
- T-Sports
- G tv
- Star Sports
- Maasranga Television
উপসংহার
সম্মানিত পাঠক বৃন্দ, আশাকরি সরাসরি খেলা দেখার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা উপরে যেই ৭টি মেথড সম্পর্কে আলোচনা করেছি বর্তমানে এগুলো সেরা। তবে এগুলো ব্যতীত আরো অনেক ধরনের সফটওয়্যার আছে যা ব্যবহার করে আপনারা সরাসরি লাইভ খেলা দেখতে পারেন।
উপরে উল্লেখিত মেথডগুলো আমি নিজে ব্যবহার করেছি এবং অনলাইনে এর রিভিউ যথেষ্ট ভালো। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি মেথড ব্যবহার করে লাইভ খেলা উপভোগ করতে পারেন। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।
FAQs
ফ্রিতে কিভাবে সরাসরি খেলা দেখব?
সরাসরি খেলা দেখার জন্য Sportzfy অথবা Krira TV সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার সফটওয়্যার?
Krira TV সফটওয়্যার এর সাহায্যে মোবাইলে এবং T-Sports ও G tv সাহায্যে টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারবেন।
1 Comment
MAHIM KHAN