আজকে রাতে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স। তবে প্যারিস অলিম্পিক ২০২৪ এর ছেলেদের ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে তাদের যাত্রা এই পর্যন্ত শেষ করে দেয় ফরাসিরা।
সর্বশেষ কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্স মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচটি ৩-৩ গোলে সমতায় থাকায়, শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করে। সেই হারের পরে আর্জেন্টাইনদের কাছ থেকে বিদ্রুপের শিকার হতে হয়েছে ফ্রান্সকে।
আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ দিয়ে, সেই হারের জবাব দিল ফরাসিরা। আর্জেন্টিনা এবং ফ্রান্সের এই মহরন দেখার জন্য মাঠে উপস্থিত হয়েছিল প্রায় ৩৮ হাজার দর্শক। তবে ফ্রান্স স্বাগতিক দেশ হওয়ায় দর্শক সমার্থক তাদের পক্ষে বেশি ছিল। কাতার বিশ্বকাপে খেলা তিনজন খেলোয়াড় আর্জেন্টিনা দলে ছিল। তারা হলেন – নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ, জেরোনিমো রুলি।
নুভা স্টেড ডি বোর্দো স্টেডিয়ামে সেদিন পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছেন আলভারেজরা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি। খেলার শুরুতেই ১-০ গোলে পিছিয়ে থাকায়, আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৫ মিনিটের সময় মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফ্রান্সের ফিলিপ্পে মাতেতা।
ওই ১ গোল ম্যাচের জয় পরাজয়ের হিসাব গড়ে দেয়। ম্যাচে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। ৯০ মিনিটে আর্জেন্টিনা শর্ট নিয়েছিল ১৬টি অপরদিকে ফ্রান্স শর্ট নিয়েছিল মাত্র ১০টি। যার মধ্যে আর্জেন্টিনার চারটি শর্ট ছিল অন টার্গেট, এবং ফ্রান্সের দুটি শর্ট ছিল অন টার্গেট।
কিন্তু ম্যাচের ৫ মিনিটে গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি ২০০৪ ও ২০০৮ সালের স্বর্ণ বিজয়ীরা। ম্যাচের ৮৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় ফ্রান্স। ওলিসের বাঁ পায়ের শর্টে বল আর্জেন্টিনার জালে জড়ান। উল্লাসে ফেটে পড়ে ফ্রান্সের সমার্থক শিবির।
তবে ভিএআর চেকের পরে অফসাইডের কারণে গোলটিকে বাতিল বলে ঘোষণা করে রেফারি। আর্জেন্টাইনদের জন্য চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন ফ্রান্সের গোলরক্ষক গুইলাউমো রেস্তেস। আর্জেন্টাইনদের চারটি অন টার্গেট শর্ট ঠেকিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। হতাশা ক্ষোভে পরিণত হয়ে, ম্যাচের শেষে উভয় দলের খেলোয়াড়রা হট্টগোল পাকিয়ে বসে। দিনের অপর ম্যাচে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মিশর। সেমিফাইনালে মিশর খেলবে ফ্রান্সের বিপক্ষে।