ইতিমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে শেষ আট এর জন্য প্রস্তুতি নিচ্ছে সেরা দলগুলো। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কে কার মুখোমুখি তা জানতে পারবেন এই লেখাটির মাধ্যমে। অলিম্পিক ছেলেদের ফুটবল খেলার গ্রুপ পর্বের সকল ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে।
৮ টি দল কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ “এ” থেকে স্বাগতিক ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ “বি” থেকে সমান পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা এবং মরক্কো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে আর্জেন্টিনার বিপক্ষে মরক্কো জয়লাভ করায় তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
মরক্কো এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বের দুইটি করে ম্যাচ জয়লাভ করেছে এবং তাদের গোল ব্যবধান সমান ছিল। গ্রুপ “সি” থেকে স্পেন এবং মিশর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন মিশর। এবং গ্রুপ “ডি” থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জাপান এবং প্যারাগুয়ে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে।
গ্রুপ পর্বের খেলা শেষে সেমিফাইনালে ওঠার জন্য লড়াই করবে আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, মরক্কো, মিশর, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্র এবং জাপান। শেষ চার (সেমিফাইনাল) নিশ্চিত করার লড়াইয়ে “এ” গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ “বি” গ্রুপের রানার্সআপ আর্জেন্টিনা।
আগামী ২ আগস্ট বাংলাদেশি সময় অনুযায়ী দিবাগত রাত ১ঃ০০ টায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। অপরদিকে “এ” গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্র মাঠে নামবে “বি” গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট বাংলাদেশী সময় অনুযায়ী সন্ধ্যা ৭ঃ০০ টায়।
আগামী ২ আগস্ট বাংলাদেশের সময় অনুযায়ী রাত ৯ঃ০০ টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে “ডি” গ্রুপের চ্যাম্পিয়ন জাপান এবং “সি” গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন। অপরদিকে একই তারিখে রাত ১১ঃ০০ টায় কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মাঠে নামবে “সি” গ্রুপ চ্যাম্পিয়ন মিশর তাদের প্রতিপক্ষ “ডি” গ্রুপের রানার্সআপ প্যারাগুয়ে।
সেমিফাইনাল এর জন্য নিজেদের অবস্থান নিশ্চিত করতে প্রতিটি দল সর্বোচ্চ লড়াই করার চেষ্টা করবে। তাই ফুটবল প্রেমীদের জন্য একটি চমৎকার দিন আগামী ২ আগস্ট। দিবাগত রাত ১ঃ০০ থেকে শুরু করে, রাত ৭ঃ০০ টায়, রাত ৯ঃ০০ টায়, রাত ১১ঃ০০ টায় অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে।
২ আগস্ট দিবাগত রাত ১ঃ০০ টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের। এ যেন ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের রিম্যাচ। কোয়ার্টার ফাইনালের এই নকআউট ম্যাচে যেই দল জয়লাভ করবে তারা সেমিফাইনাল খেলার সুযোগ পাবেন। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচগুলো কিভাবে দেখবেন তা জানতে এই লেখাটি দেখুন – আজকের ফুটবল খেলা সরাসরি দেখার উপায়।