অলিম্পিক ফুটবলের এই আসরটি তেমন সুবিধার কাটছে না ব্রাজিল নারী ফুটবল দলের। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না ব্রাজিল ফুটবলের নারী কিংবদন্তি ফুটবলার মার্তা। এই ম্যাচটি ছিল তার জাতীয় দলের হয়ে খেলা ২০০ তম ম্যাচ।
জাপানের বিপক্ষে ৯০ মিনিটে ১-০ গোলের লিড ধরে রেখে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ার বিষন্নতা কাটাতে পারছেন না তিনি। এই ম্যাচে হারার পরে কোয়াটার ফাইনাল খেলা এখন বাঁচা মরা লড়াইয়ের মত। তবে আরেকটি ম্যাচ সামনে রেখে কোয়ার্টার ফাইনালে নিজেদের অবস্থান চূড়ান্ত করতে আশা বাঁচিয়ে রেখেছেন তারা।
পার্ক দে প্রিন্সেসের মাঠে, ম্যাচের বয়স যখন ৫৬ মিনিট তখন ১০ নাম্বার জার্সি পরিহিত মার্তার বাড়িয়ে দেওয়া বলে নিখুঁত শটে গোল করেন জেনিফার। কিন্তু নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত যুক্ত করা সময়ে নাটকীয় ভাবে জাপানের কাছে ২ গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
জানতে পারেনঃ বাঁচা-মরার লড়াইয়ে আজকে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ!
নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট পূর্বে মার্তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। দলের এই নাটকীয় পরাজয় বেঞ্চে বসেই দেখেছেন তিনি। অপরদিকে জাপানের হয়ে অবিশ্বাস্য গোল দুটি করেন সাকি কুমাগাই ও মোমোকো তানিকাওয়া।
৯২ মিনিটের সময় পেনাল্টি পায় জাপান। ওই পেনাল্টি থেকে দুর্দান্ত গোল করে স্কোর সমান করেন সাকি কুমাগাই। তারপরে ৯৬ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েলের ভুল পাচের কারণে বল পেয়ে যায় মোমোকো তানিকাওয়া, দুর্দান্ত ও জোরালো শর্টে গোল করেন তিনি।
চলতি বছরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা। ব্রাজিল এবং জাপান ম্যাচের প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান “জেতার জন্য জাপান কোন ধরনের কমতি রাখেনি। আমরা বলের উপর থেকে নজর উঠিয়ে ফেলেছিলাম, যার মাসুল দিতে হয়েছে।”
তবে কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি। এই প্রসঙ্গে আরো বলেন “আমরা এই ম্যাচেই জয় উদযাপন করতে পারতাম। টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আমাদের আরো মনোযোগ দিতে হবে। টিম হয়ে সর্বোচ্চ খেলতে হবে। ফুটবলে যে কোন সময় যে কোন কিছু হতে পারে।”
মার্তা এর আগেও ২০০৪ ও ২০০৮ সালে ব্রাজিলকে রৌপ্যপদক জিতিয়েছেন, এবং দলের সর্বোচ্চ গোলদাতার খেতাব পেয়েছেন। কিন্তু এই ২২ বছরের ক্যারিয়ারে তার নজর স্বর্ণপদক এর দিকে। তাইতো এই অধারা স্বপ্ন ছোঁয়ার আশায় ষষ্ঠবারের মতো অলিম্পিক খেলছেন তিনি।
এদিকে গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। গত বছরের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিতে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে দুইবার অলিম্পিকে রৌপ্য বিজয়ী ব্রাজিলের।