প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজকে রাত ৯ টায়। বাঁচা-মরার লড়াইয়ে আজকে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, এই নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে।
আর্জেন্টিনার সামনে সুযোগ ২ টি। ইউক্রেনের সাথে আজকের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা, অথবা ইউক্রেনের সাথে হেরে অলিম্পিক থেকে বাদ পড়া। ড্র করলেও থাকবে সম্ভাবনা, তবে অনেক হিসাব-নিকাশ মিলাতে হবে।
অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে লিও-তে আজকে (৩০ জুলাই) বাংলাদেশি সময় অনুযায়ী রাত ৯ টায় মাঠে নামবে হ্যাভিয়ের মাসচেরানোর দল। হ্যাভিয়ের মাসচেরানোর ২০০৪ ও ২০০৮ সালে খেলোয়ার হিসেবে স্বর্ণপদক জয়লাভ করেছেন। এবারের অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ তিনি।
কোচ এবং খেলোয়াড় হিসেবে অলিম্পিকে স্বর্ণপদক জয়লাভ করতে পারলে হ্যাভিয়ের মাসচেরানোর সামনে অপেক্ষা করছে অনন্য নজির। আর্জেন্টিনার সকল সমর্থকদের চাওয়া এটাই। কিন্তু ফ্রান্সে অলিম্পিক খেলতে এসে প্রথম ম্যাচেই মরক্কোর সাথে হোঁচট খায় আর্জেন্টিনা।
তবে অবশ্য দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে, অপরদিকে মরক্কো ইউক্রেনের সাথে ২-১ গোলে পরাজিত হওয়ায়, “বি” গ্রুপের সকলে সমান ৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিজয়ী ২ দল নির্দ্বিধায় শেষ আটে সুযোগ পাবে।
জানতে পারেনঃ কোয়াটার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জয় পেলে শেষ আটের টিকিট কনফার্ম হবে থিয়াগো আলমাদা ও হুলিয়ান আলভারেজদের। রক্ষণভাগকে আরও বেশি শক্তিশালী করতে দলের সাথে রয়েছে বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ওতামেন্দি। অ্যাটাকিং এ আছে আরেক বিশ্বকাপ জয়ী তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজ।
প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত ৪ গোল দিয়েছে হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। এই দুই ম্যাচে ৩ গোল হজম করায় আলবিসেলেস্তাদের দুর্বলতা লক্ষ্য করা যায় রক্ষণে। ইউক্রেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনা দলে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে বলে দাবি করেন আর্জেন্টাইন অনেক গণমাধ্যম।
সেক্ষেত্রে আক্রমণ ভাগে শুরুর একাদশে যুক্ত হতে পারেন লুসিয়ানো গন্ডোকে ও সাথে থাকবেন হুলিয়ান আলভারেজ। তবে মাঝ মাঠে রয়েছে আর্জেন্টিনার শক্ত দুর্গ। এখানে এজেকিয়েল ফার্নান্দেজ সহ ক্রিস্টিয়ান মদিনা, থিয়াগো আলমাদার একাদশে থাকা অনেকটা নিশ্চিত। তবে জুলিয়ানো সিমিওনে অথবা সান্তিয়াগো হেজ, এর মধ্যে যেকোনো একজনের বেঞ্চে বসতে হতে পারে।
‘সান্তিয়াগো হেজ’ মরক্কো এবং ইরাকের বিপক্ষে বদলি হিসেবে নেমে মিডফিল্ডে তার অসাধারণ দক্ষতা দেখানোর জন্য শুরুর একাদশে তাকে সুযোগ দেওয়া হতে পারে বলে দাবি করেন আর্জেন্টাইন গণমাধ্যম। রক্ষণভাগে ও বেশ কিছু পরিবর্তন আসতে পারে।
অধিনায়ক নিকোলাস ওতামেন্দি এবং জুলিও সোলারের সাথে জোয়াকিন গার্সিয়ার শুরুর লাইনাপে থাকার সম্ভাবনা অনেক বেশি। অপরদিকে ব্রুনো অ্যামিওন অথবা মার্কো জেনার ডি সিজার এর মধ্যে যেকোনো একজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। গোলরক্ষক হিসেবে থাকছেন জেরোনিমো রুলি।