প্যারিস অলিম্পিক ২০২৪ এর ছেলেদের ফুটবল খেলায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকেকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয় হারের পরে এই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কোয়াটার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা।
লিওঁ স্টেডিয়ামে আজ সব থেকে দরকারি কাজটি করেছে হুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্দির দল। আলবিসেলেস্তেদের হয়ে প্রথম গোল করেছে থিয়াগো আলমাদা। পরবর্তীতে ইরাকের হয়ে আইমান হোসেন গোল করে ম্যাচের সমতা ফিড়ালেও, লুসিয়ানো গুনদো ও ইগনাসিও ফার্নান্দেজ এর গোলে জয় পায় আর্জেন্টিনা।
ম্যাচের বয়স যখন ১৩ মিনিট তখন হুলিয়ান আলভারেজের দেওয়া বল থেকে গোল করেন নাম্বার টেন থিয়াগো আলমাদা। ম্যাচের ৩৯ মিনিটে আরো একটি গোল এটেম্পট নেন তিনি, কিন্তু বল গোলপোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে যান। পেনাল্টি বক্সের মধ্য থেকে নেওয়া হেডে আইমান হোসেন গোল করে প্রথমার্ধে ইরাককে সমতায় ফেরান।
এর আগে ইরাকের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে আইমান হোসেন গোল করেন। উক্ত ম্যাচ ইরাক ২-১ গোলে জয় লাভ করে। তবে এই ম্যাচ জয়ের মরিয়া হয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচের ৬২ মিনিটে পুনরায় গোল আদায় করে নেয়। কেভিন জেননের অসাধারণ ক্রস থেকে গুনদো হেডে বল জালে জড়ান।
২য় গোলে অবদান রাখা দুই জনই কিছুক্ষণ আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। গুনদোর গোলে আর্জেন্টিনা ২-১ গোলে এগিয়ে থাকলেও পুরোপুরি স্বস্তিতে ছিলেন না। একের পর এক অ্যাটাক করে গেছেন নিকোলাস ওতামেন্দি, গুনদো, গিলিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজরা।
একের পর এক শর্ট নিলেও ইরাকের রক্ষণ দুর্গ ভাঙ্গতে পারেনি। এভাবে আক্রমণ চলতে থাকায় ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনার স্কোর বেড়ে ৩-১ হয়ে যায়। জেননের কাছ থেকে পাওয়া বল এজেকুয়েল ফার্নান্দেজ বাঁ পায়ের জোরালো শর্টে ইরাকের গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে জড়ায়। এরপরে বাকি সময়ে আর্জেন্টিনা আর কোন গোল হজম না করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
আর্জেন্টিনার এই বড় ব্যবধানে জয়ে এবং ইউক্রেনের কাছে মরক্কোর হারের কারণে প্যারিস অলিম্পিক ২০২৪ ছেলেদের ফুটবল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ব্যাপক পরিবর্তন এসেছে। ৩য় তে থাকা আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
জানতে পারেনঃ বর্তমান অলিম্পিকে কি কি খেলা হয়?
অপরদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মরক্কো ইউক্রেন এর কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে। পয়েন্ট টেবিলের উপরে থাকা নিয়ে লড়াই করছে “বি” গ্রুপে থাকা প্রতিটি দল। এই গ্রুপের সকল দলের পয়েন্ট সমান।
প্রথম দিনের ম্যাচে আর্জেন্টিনা এবং ইউক্রেন পরাজয় বরণ করলেও দ্বিতীয় দিনের ম্যাচগুলোতে উভয় দলই জয়লাভ করেছে। যার কারনে পয়েন্ট টেবিলে বিপুল পরিবর্তন হয়েছে। বর্তমানে সকল দলের পয়েন্ট ৩। গোল ব্যবধানে আর্জেন্টিনা সবার থেকে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।