বর্তমানে অলিম্পিক গেমস সবার কাছে একটি পরিচিত নাম। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে সর্বপ্রথম প্রাচীন গ্রিসের অলিম্পিয়া থেকে অলিম্পিক গেমস এর শুরু হয়। অনেকের অলিম্পিকে কি কি খেলা হয় এই বিষয়ে জানার কৌতুহল রয়েছে। এই লেখাটিতে সম্পূর্ণ বিষয়টি খন্ডন করা হবে।
প্রতি ৪ বছর পর পর অলিম্পিক গেমস আয়োজন করা হয়। অলিম্পিলিকে শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটি প্রকরণ রয়েছে। প্রতিটি প্রকরণ ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। তারমানে বলা যায় প্রতি ২ বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রিয়া প্রতিযোগিতা। যেখানে পৃথিবীর প্রায় ২০০ দেশের অংশগ্রহণে এই আসর অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ সম্মানজনক এবং বড় আসর হিসেবে অলিম্পিক পরিচিতি লাভ করেছে। ব্যারন পিয়ের দ্য কুবেরত্যাঁ ১৮৯৪ সালে সর্বপ্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) গঠন করেন।
IOC (আইওসি) অলিম্পিক গেমস সম্পর্কিত সকল বিষয় নিয়ন্ত্রণ করে থাকে। এখন বর্তমানে আধুনিক অলিম্পিকের যুগ চলছে। প্রাচীন অলিম্পিক থেকে আধুনিক অলিম্পিক অনেকটাই পরিবর্তনীয়। অনেক নতুন নতুন খেলা যুক্ত হয়েছে, অনেক সমর্থক বেড়েছে অলিম্পিকের।
অলিম্পিকে কি কি খেলা হয়
অলিম্পিকে সর্বমোট ৩২টি খেলা অনুষ্ঠিত হয়। যারমধ্যে শীতকালীন অলিম্পিকে ১৫ টি খেলা এবং গ্রীষ্মকালীন অলিম্পিকে ২৬ টি খেলা অনুষ্ঠিত হয়। শীতকালীন অলিম্পিকে ক্রস-কান্ট্রি স্কিইং, আইস হকি, ফিগার স্কেটিং, যুগ্ম নর্ডিক, দ্রুত স্কেটিং, এবং স্কি লাফ খেলা গুলো প্রতিটি আসরের নিয়মিত সদস্য।
অপরদিকে গ্রীষ্মকালীন আসরে দৌড়বাজী, অসিচালনা, সাঁতার এবং জিমন্যাস্টিক্স ক্রীড়ার প্রতিযোগিতা নিয়মিত সদস্য। এছাড়াও বিভিন্ন দিক বিবেচনা করে অলিম্পিকের আসর গুলোতে অন্যান্য সকল খেলা অন্তর্ভুক্ত করা হয়। আপনাদের জানার সুবিধার্থে নিচে টেবিল আকারে কিছু খেলার নাম দেওয়া হলো।
খেলাসমূহ | খেলাসমূহ |
---|---|
জলজ (ডাইভিং, সাঁতার এবং সিঙ্ক্রোনাইজড সাঁতার, ওয়াটার পোলো ইত্যাদি) | তীরন্দাজ |
ব্যাডমিন্টন | বেসবল এবং সফটবল |
ক্যানো/কায়াক | সাইক্লিং (রোড, ট্র্যাক, মাউন্টেন বাইক এবং BMX ইত্যাদি) |
অশ্বারোহী | বেড়া |
ফুটবল (সকার) | গলফ |
জিমন্যাস্টিকস (শৈল্পিক, ছন্দময় এবং ট্রামপোলিন) | হ্যান্ডবল |
হকি | জুডো |
আধুনিক পেন্টাথলন | কারাতে – ছয়টি কুমিতে এবং দুটি কাতা বিভাগ |
রোয়িং | বাস্কেটবল |
রাগবি সেবেনএস | পালতোলা |
শুটিং | স্কেটবোর্ডিং |
সার্ফিং | টেবিল টেনিস |
বক্সিং | স্পোর্টস ক্লাইম্বিং (বোল্ডার এবং সীসা এবং গতির সম্মিলিত আরোহণ) |
তায়কোয়ান্দো | টেনিস |
ট্রায়াথলন | ভার উত্তোলন |
ভলিবল (ইনডোর এবং বিচ ভলিবল) | কুস্তি (গ্রিকো-রোমান এবং ফ্রিস্টাইল) |
৩x৩ বাস্কেটবল | ট্র্যাক অ্যান্ড ফিল্ড |
বিঃদ্রঃ বিভিন্ন আসরে খেলাগুলো পরিবর্তন এবং কম বেশি হয়ে থাকে। আয়োজক কমিটি বিভিন্ন বিষয়ের উপর লক্ষ্য করে উক্ত আসরে কতটি খেলা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করে। তাই ১০০% সঠিক করে বলা সম্ভব নয় অলিম্পিকে কতগুলো খেলা হয়।
অলিম্পিক গেমস কমিশন (আইওসি) ৭টি বিষয়ের দিকে লক্ষ্য করে খেলাটি অলিম্পিকে আয়োজন হবে কিনা তা নির্ধারিত করে। বিষয়গুলো হলোঃ
- খেলার ইতিহাস এবং ঐতিহ্য
- খেলার জনপ্রিয়তা
- খেলার বিশ্বজনীনতা
- খেলার ভাবমূর্তি
- খেলোয়াড় তথা ক্রিয়াবিদের স্বাস্থ্য
- খেলা আয়োজনের খরচ
- সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ামক সংস্থার বিকাশ
২০০২ সালে অলিম্পিকে ১১৪ তম আসরে সর্বোচ্চ ২৮ টি খেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে ২০১২ সালে অলিম্পিকে মোট ২৬ টি খেলার প্রতিযোগিতা হয়। রাগবি ও গল্ফের অন্তর্ভুক্তির কারণে ২০১৬ ও ২০২০ অলিম্পিক আসরে সর্বোচ্চ ২৮ টি খেলার প্রতিযোগিতা দেখা গিয়েছে।
টোকিওর (২০২০) প্রোগ্রামে নতুন ৬ টি খেলা যুক্ত করা হয়েছে। সেগুলো হলো বেসবল, সফটবল, স্কেটবোর্ডিং, কারাতে, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিং। ১৮৯৬ সালে এথেন্সের প্যানাথেনেইক স্টেডিয়ামে সর্বপ্রথম অলিম্পিক খেলা শুরু হয়।
জানতে পারেনঃ অলিম্পিকে আর্জেন্টিনা দলে চুরি!
অলিম্পিকে কত ধরনের অনুষ্ঠান হয়
সাধারণত পূর্বের অলিম্পিক আসনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই অলিম্পিকে ৩ ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানগুলো হলো – উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
১.উদ্বোধনী অনুষ্ঠান
অলিম্পিক গেমস শুরুর পূর্বে আয়োজক দেশের পতাকা এবং জাতীয় সংগীত পাঠ করার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এরপরে আয়োজক দেশ বিভিন্ন ধরনের নান্দনিক প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে থাকে। ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় থেকে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
২.সমাপনী অনুষ্ঠান
অলিম্পিকের সকল খেলা শেষ হবার পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকল দেশের পতাকাবাহী ক্রীড়াবিদরা এবং তাদের পিছনে সকল অংশগ্রহণকারী মাঠে এসে উপস্থিত হন। এই অনুষ্ঠানে মোট ৩ টি দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং পতাকা উত্তোলন করা হয়।
- বিদায়ী অলিম্পিকের আয়োজক দেশ
- অলিম্পিকের জন্মস্থান গ্রিস
- পরবর্তী অলিম্পিক আসরের আয়োজক দেশ
তারপরে আইওসি সভাপতি এবং আয়োজক কমিটির সভাপতি সকলের উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণের মাধ্যমে উক্ত আসরের সমাপ্তি ঘটানো হয়। তারপরে বিভিন্ন প্রদর্শনী এবং নিয়ম-কানুন মেনে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
৩.পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অলিম্পিকে প্রতিটি খেলার প্রতিযোগিতা শেষ হলে বিজয়ীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মানিত করা হয়। আইওসি সদস্য বৃন্দ বিজয়ীদের হাতে পদক তুলে দেন। ওই সময় বিজয়ীরা তাদের নিজস্ব দেশের পতাকা উত্তোলন করে। এবং প্রথম স্থান অধিকারী প্রতিযোগী দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
বিঃদ্রঃ উপরে উল্লেখিত সকল তথ্য উইকিপিডিয়া থেকে নেয়া।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি অলিম্পিকে কি কি খেলা হয় এই সম্পর্কে জানতে পেরেছেন। অলিম্পিক গেমস সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে আশা করছি। পরবর্তীতে এই ধরনের খেলাধুলা রিলেটেড ব্লগ পেতে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে পারেন।
FAQs
অলিম্পিক ২০২৪ কোথায় হবে?
২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আসর ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হবে। ২০৬ টি দেশের ১০,৬৭২ জন ক্রীড়াবিদ ও ৩২ টি খেলা নিয়ে এই আসরটি অনুষ্ঠিত হবে।
2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় হবে?
২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ইতালির মিলান এবং কর্টিনা শহরে অনুষ্ঠিত হবে। এই আসরটি উদ্বোধন করা হবে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি।