২৬ জুলাই শুরু হবে প্যারিস অলিম্পিক এর ২০২৪ সালের আসর। তবে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক ফুটবলের লড়াই। বাংলাদেশী সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টায় আফ্রিকান দেশ মরোক্কোর প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে দুইবার অলিম্পিক সোনাজয়ী আর্জেন্টিনা। আর্জেন্টিনার অলিম্পিক যাত্রা শুরু আজ থেকেই। অলিম্পিক ছোটদের তথা অনুর্ধ্ব – ২৩ বয়সীদের খেলা হলেও এখানে ৩ জন অভিজ্ঞ তথা বেশি বয়সী খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।
আর্জেন্টিনা অলিম্পিক দলের হয়ে বয়স্ক ফুটবলার হিসেবে অনুর্ধ্ব – ২৩ দলের সাথে থাকবে বিশ্বকাপ জয়ী তারকা নিকোলাস ওতামেন্দি ও তরুণ ম্যানসিটি তারকা হুলিয়ান আলভারেজ এবং আরো থাকবেন হেরোনিমো রুই। অপরদিকে মরোক্কোর বয়স্ক ফুটবলার হিসেবে থাকবেন সফিয়ানে রাহিমি, মুনির এল কাজুই এবং পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তাই বয়স্ক ফুটবলারদের ভিত্তিতে উভয় দলকে শক্তিশালী বলা যায়।
মরোক্কো ও আর্জেন্টিনা রয়েছে গ্রুপ – বি তে। অপর দুই প্রতিপক্ষ হলো ইরাক ও ইউক্রেন। প্রতিবারের মতো এবারও ১৬ টি দল লড়াই করছে ছেলেদের ফুটবল ইভেন্টে। ৪ টি করে দল ৪ গ্রুপে বিভক্ত করা হয়েছে। বি- গ্রুপে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হলো মরোক্কো। গত বছরে অনুষ্ঠিত হওয়া (অনুর্ধ্ব – ২৩) আফ্রিকা কাপ অফ নেশনসে চ্যাম্পিয়ন হয়ে মরোক্কো এবারের অলিম্পিক আসরে জায়গা করে নেয়। তাছাড়া তারা কাতার বিশ্বকাপ ২০২৪ এর সেমিফাইনাল খেলেছিলো।
অপরদিকে আর্জেন্টিনা প্যারাগুয়ের পরে ২য় স্থানে থেকে দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব পেরিয়ে অলিম্পিকে এসেছে। আর্জেন্টিনা ২০০৪ এথেন্স এবং ২০০৮ বেইজিং আসরে স্বর্ণ জয় করেছিলো। এই দুই আসরে আর্জেন্টিনা দলে ছিলো হাভিয়ের মাশ্চেরানো। এবারের আসরে হাভিয়ের মাশ্চেরানো আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে আছে। আর্জেন্টিনা দলে অভিজ্ঞ ৩ বিশ্বকাপ জয়ী (নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও হেরোনিমো রুই) সদস্য থাকায় হয়তো অনেকটা চাপমুক্ত থাকবে মাশ্চেরানো।
জানতে পারেনঃ ফুটবল অবিশ্বকাপ কে কতবার নিয়েছে।
আর্জেন্টিনার প্যারিস অলিম্পিকে প্রত্যাশা কি? এই প্রশ্নের জবাবে ফিফায় দেয়া এক ইন্টারভিউতে হাভিয়ের মাশ্চেরানো বলেন “এই ধরনের বড় টুর্নামেন্টে আমাদের প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমরা ভালো একটা টুর্নামেন্ট খেলতে চাই। আমরা অনেক সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি, এবার প্রথম ম্যাচের অপেক্ষা করছি। আর্জেন্টিনা অনুর্ধ্ব – ২৩ অলিম্পিক দলে অভিজ্ঞ বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার থাকায় দল অনেকটা চাপমুক্ত। তারা অনেক অভিজ্ঞ। ওরা জাতীয় দলের নিয়মিত সদস্য ও সকলের পরিচিত মুখ। ওরা দলে থাকাই অনেক কিছু।
ওদের দলে নেয়ার পেছনের ভাবনা ছিলো রক্ষন, আক্রমন ও গোল কিপিং এ অভিজ্ঞ কেউ থাকুক। প্যারিস অলিম্পিক ২০২৪ এ ওদের কাছে সমার্থক দের প্রতাশা অনেক। আর্জেন্টিনা অলিম্পিক দলের প্রধান নেতৃত্বে নিকোলাস ওতামেন্দি এবং সহকারী হিসেবে হেরোনিমো রুই থাকার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনা অলিম্পিক দলের প্রতিটি সদস্যকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে।