বর্তমানে ফুটবলের দুই মহাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে ফুটবল ভক্তদের দোটানা লেগেই থাকে। ভক্তরা তার পছন্দের দলকে সবসময় এগিয়ে রাখতে চায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পর্যায়ে বিতর্ক, খেলাধুলা ও বিভিন্ন সমালোচনা দেখা যায়।
এই সমালোচনা থেকে বাদ যায়নি বাংলাদেশের একটি গ্রামও। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার একটি ছোট গ্রাম খানাকুনিয়ারী। এই গ্রামে বসবাসরত সকলেই কমবেশি খেলাধুলা পছন্দ করে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবছরের ন্যায় গ্রামবাসীদের আনন্দ দেয়ার লক্ষ্যে পূর্ব খানাকুনিয়ারী একতা বন্ধন সংগঠন এর উদ্যোগে খানাকুনিয়ারী আর্জেন্টিনা সমর্থক একাদশ বনাম খানাকুনিয়ারী ব্রাজিল সমর্থক একাদশ একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত ১৯ জুন ২০২৪ বুধবার বিকেল ৪ ঘটিকায় গ্রাম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামে খানাকুনিয়ারী আর্জেন্টিনা সমর্থক একাদশ বনাম খানাকুনিয়ারী ব্রাজিল সমর্থক একাদশ। এই উত্তেজনামূলক ম্যাচ খানাকুনিয়ারী আর্জেন্টিনা সমর্থক একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
উক্ত ম্যাচ খানাকুনিয়ারী আর্জেন্টিনা সমর্থক একাদশের হয়ে একমাত্র গোল করেন উক্ত দলের স্ট্রাইকার সাকিব। এই ম্যাচটি বৃষ্টির কারণে ২৫-২৫ মিনিট করে মোট ৫০ মিনিট অনুষ্ঠিত হয়। ফুটবলের দুই মহাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিলের বাংলাদেশী সমর্থকদের এই ম্যাচে প্রচুর উপস্থিতি ছিল।
উক্ত ম্যাচে ব্রাজিল পুরো সময় হাড্ডাহাড্ডি লড়াই করলেও একেবারে শেষের দিকে, এক্সট্রা ১০ মিনিটের সর্বশেষ মিনিটে আর্জেন্টিনার হয়ে ম্যাচের সর্বপ্রথম ও একমাত্র গোল করেন সাকিব। সাকিবের গোলের উপর নির্ভর করে আর্জেন্টিনা উক্ত ম্যাচটি জয়লাভ করে।
বরাবরের মতো খানাকুনিয়ারী আর্জেন্টিনা সমর্থক একাদশ তাদের চ্যাম্পিয়ন টাইটেল ধরে রেখেছে। সমর্থকদের পাশাপাশি উক্ত ম্যাচে উপস্থিত ছিলেন খানাকুনিয়ারী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ আকরামুল হক (বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা)
এবং সভাপতিত্বের দায়িত্বে ছিলেন মেহেদী ওয়াসিফ (সভাপতি, পূর্ব খানাকুনিয়ারী একতা বন্ধন সংগঠন) ও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ মুরাদ (সাধারণ সম্পাদক, পূর্ব খানাকুনিয়ারী একতা বন্ধন সংগঠন)
ম্যাচ বিশ্লেষণে গেলে, ৫০ মিনিটের খেলায় ব্রাজিল সব থেকে বেশি আক্রমণাত্মক ছিল। তবে আর্জেন্টিনার গোলকিপার নাজমুল কাজী এর অসাধারণ নৈপুণ্যতায় সরাসরি ৬টি সেইব দিয়ে ব্রাজিলের থেকে ম্যাচ ফিরিয়ে আনে।
ব্রাজিলের কথা আলাদাভাবে বলতে গেলে দলের স্ট্রাইকার নোমান এই ম্যাচে অসাধারণ ছিল। এছাড়াও ডিফেন্স লাইনআপ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্রাজিল দলের ডিফেন্সে নেতৃত্ব দিয়েছিল আরমান। এই ম্যাচে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
আর্জেন্টিনা দলের হয়ে সাকিব, সজীব, নাজমুল কাজী, জোবায়ের, জিহাদ সহ আরো অনেকে খেলেছেন। আর্জেন্টিনা দলের কোচের দায়িত্বে ছিলেন আহাসানুল হক ইমন। তার অসাধারণ কোচিং দক্ষতা আর্জেন্টিনার জয় গুরুত্বপূর্ণ অবদান রাখে।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পূর্ব খানাকুনিয়ারী একতা বন্ধন সংগঠন “মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে আয়োজিত খানাকুনিয়ারী আর্জেন্টিনা সমর্থক একাদশ বনাম খানাকুনিয়ারী ব্রাজিল সমর্থক একাদশ এর ম্যাচটি দর্শকরা ব্যাপক উপভোগ করেছেন।
আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফুটবল দল নিয়ে বাংলাদেশী দর্শকদের মধ্যে আগ্রহ কেমন তা এই সকল ছোট ছোট গ্রাম্য খেলাধুলার দিকে লক্ষ্য করলে বোঝা যাবে। আসুন সবাই মাদক ছেড়ে খেলাধুলার দিকে মনোযোগী হই। একটি সুন্দর সমাজ গঠন করি।