ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা চেপে বসে চিলির উপর। চিলিকে বুঝতে দেয়নি দলে মেসি নেই। কারণ অ্যালিস্টার, আলভারেজ ও দিবালারা যে দায়িত্ব নিতে শিখে গেছে সেটাই এই ম্যাচে প্রমাণ করলো তারা।
এলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং অনেকদিন পর দলে জায়গা পাওয়া পাওলো দিবালা তিনজনই করেছেন সমান এক একটি করে গোল করে। অপরদিকে চিলির টিমে অভিজ্ঞ প্লেয়াররা না থাকায় পুরো ম্যাচটিতে চিলি তেমন সুবিধা করতে পারেননি।
কয়েকবার গোল করার সুযোগ পেলেও আর্জেন্টিনার গোলপোস্টের সামনে যে দাঁড়িয়ে আছে অ্যামিলিয়ানো মার্টিনেজ নামের এক অভেদ্য দেয়াল, যাকে ভেদ করে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেননি চিলির খেলোয়াড়রা। এতেই ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নেয় আলবিসেলেস্তারা।
দলে যে বস মেসি নেই এটা বুঝতেই দেয়নি আর্জেন্টাইন বাকি খেলোয়াড়রা। ম্যাচের শুরু থেকেই চিলির উপর চেপে বসে স্বাগতিকরা। আর্জেন্টিনা তাদের ঘরের মাঠের অ্যাডভান্টেজ এর সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক আক্রমণে টালমাটাল অবস্থা চিলির।
এত আক্রমণের পরেও প্রথম হাপে প্রতিপক্ষের জালে বল জরাতে পারেনি আলবিসেলেস্তারা। অভিজ্ঞ খেলোয়াড়রা একাদশে না থাকায় প্রথম থেকেই কোনঠাসা হয়ে পড়ে চিলি। পুরো ম্যাচে তেমন আক্রমণে যেতে পারেনি তারা।
কিন্তু প্রথম থেকেই নিজেদের পায়ে বল রেখে আক্রমণের পর আক্রমণ করে দুর্বল করে ফেলে চিলির রক্ষণভাগকে। এজন্যেই খেলার দ্বিতীয় ভাগে বিধ্বস্ত রক্ষণভাগকে ভেদ করে তিন তিনটি গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।
জানতে পারেনঃ মোরসালিনের কাঁধে ভর করে থিম্পু জয় বাংলাদেশের
দ্বিতীয় আর্ধের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায় ম্যাক অ্যালিস্টারের গোলে। চিলির ডি বক্সের ডান দিক দিয়ে নিচুকরে করে আলভারেজের ক্রস লাওতারো মার্টিনেজ কাজে লাগাতে পারেননি, কিন্তু জোরালো শটের মাধ্যমে প্রতিপক্ষের নেটে বল জড়ায় লিভারপুলের মিডফিল্ডার ম্যাক এলিস্টার।
এরপরেও বারবার চিলির উপর চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। খেলার নির্ধারিত সময়ে ছয় মিনিট আগে লো সেলসোর করা পাস থেকে দুর্দান্ত এক জোরালো শটে গোল করেন হুলিয়ান আলভারেজ। এতেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
এখানেই শেষ নয়, স্কোর বোর্ডে যখন ২-০ ব্যবধানে আর্জেন্টিনা এগিয়ে তখনো আক্রমণ চালিয়ে গেছেন আলবিসেলেস্তেরা। ম্যাচের বাড়তি সময়ে চিলির রক্ষণভাগকে দুমড়ে মুচড়ে দিয়ে গোল করেন অনেকদিন পর দলে সুযোগ পাওয়া পাওলো দিবালা।
আগে থেকেই সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে শীর্ষস্থানে ছিল আর্জেন্টিনা। চিলির সাথে ম্যাচটি জিতে নিজেদের পজিশন আরো শক্ত করলো বর্তমান চ্যাম্পিয়নরা।