ভুটানের কাছ থেকে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে বাদ পড়েছিল বাংলাদেশ, সে কথা ভোলেননি জামাল ভূঁইয়ারা। তারই প্রতিশোধ যেন নিয়ে নিলেন মোরসালিন জামালেরা। ভুটানের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের, যার প্রথমটি আজ ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে মোরসালিনের কৃতিত্বে ১-০ ব্যবধানে ভুটানকে হারায় বাংলাদেশ।
যদিও সহজ ছিল না বিষয়টা। কারণ ম্যাচ খেলার আগে ছিল নানা অসুবিধা। সবথেকে বড় অসুবিধা ছিল উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত ভুটানের রাজধানী, যেখানে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচটি। এত উচ্চতায় খেলে অভ্যস্ত না বাংলাদেশের ফুটবলাররা।
এত উচ্চতায় যে নিশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বাংলাদেশী প্লেয়ারদের তা বোঝাই যাচ্ছিল খেলার প্রথমার্ধের পরে। নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার কারণে দ্বিতীয়ার্ধে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল বাংলাদেশি প্লেয়াররা। কিন্তু আসল কাজতো করে ফেলেছেন প্রথমার্ধের ষষ্ঠ মিনিটেই।
ম্যাচের ৬ মিনিটের মাথায় রাকিব হোসেনের ক্রস করা বলটি ঠিকমতো গ্রিপ করতে পারেননি ভুটানের গোল রক্ষক সেরিন ধেনদুপ। আর এই সুযোগটি কাজে লাগিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে আসল কাজটি করে ফেলেন মোরসালিন। তখন ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
যদিও পরে পুরো ম্যাচটাতেই বাংলাদেশ দল তেমন ছন্দে ছিল না, কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় দুর্বল হয়ে পড়ছিলেন প্লেয়াররা। অপরদিকে নিজেদের মাঠে খুব স্বাচ্ছন্দে খেলছিল ভুটান দল। ম্যাচের বেশিরভাগ সময়ই বল তাদের পায়ে ছিল। সুযোগ ও তৈরি করেন অনেকবার, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।
এই ম্যাচে শুরুর একাদশে জামাল ভূঁইয়াকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। জামাল ভুইয়াকে নামান খেলার দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের পর। জামালের সাথে শাহরিয়ার ইমন, রাব্বি হোসেন রাহুলদের নামিয়ে দ্বিতীয়ার্ধে ওপরের দিকে বল পজিশন বাড়িয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। ভুটানের উচ্চতার কথা মাথায় রেখেই দল সাজান তিনি।
যদিও বাংলাদেশের তুলনায় এই ম্যাচে ভুটানের বল পজিশন ছিল বেশি। কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায়, কোন গোল করতে না পারায়, মোরসালিনের একমাত্র গোলেই জয়লাভ করে বাংলাদেশ। যদিও আরো একটি ম্যাচ বাকি আছে।
জানতে পারেনঃ এবার ভুটান মিশনে বাংলাদেশ ফুটবল দল।
ভুটান চাইবে ঘুরে দাঁড়াতে, কিন্তু দ্বিতীয় ম্যাচও জিততে বদ্ধপরিকর বাংলার টাইগাররা, এমনটাই জানিয়েছেন জামাল ভূঁইয়া। ভুটানের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় একই স্টেডিয়ামে।