ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে বাদ পড়েছিল বাংলাদেশ, তাই এবার মিশন ভুটান। শক্তির বিচারে বেশ খানিকটা এগিয়ে আছে বাংলাদেশ।
তবুও চিন্তার ভাঁজ সবার কপালে, কারণ ভুটানে পৌঁছানোর পর থেকেই উচ্চতা ভোগাচ্ছেন বাংলাদেশের ফুটবলারদের। এমনটাই জানিয়েছে বাংলাদেশের ফুটবল কোচ হাভিয়ের কাবরেরা। কারণ এত উচ্চতায় খেলে অভ্যস্ত না বাংলাদেশের ফুটবলাররা।
ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। দীর্ঘ আট বছর পর প্রীতি ম্যাচ খেলতে ভুটানে পা রেখেছে জামালরা। জামালরা ভোলেননি ২০১৬ সালের সেই হারের কথা। এশিয়া কাপ বাছাইএর প্লে অফ ম্যাচে ভুটানের কাছে ৩-১ গোলে হেরে ছিটকে পড়তে হয় আন্তর্জাতিক ফুটবল থেকে।
সেই হারের কারণে প্রায় দেড় বছর ধরে খেলতে পারেনি কোন আন্তর্জাতিক ম্যাচ। যা কখনোই ভোলার নয়। তাইতো এবার পালা প্রতিশোধের। দীর্ঘ আট বছরে ভেতর পরিবর্তন হয়েছে অনেক কিছুই।
জানতে পারেনঃ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই রোনালদো
দুই দলেই এসেছে নতুন মুখ, পাল্টেছে খেলার ধরন। কিন্তু শক্তি বিবেচনায় এবার ভুটান থেকে এগিয়ে বাংলার টাইগাররা। তাইতো প্রতিশোধ নিতে মরিয়া বাংলার টাইগাররা। কিন্তু শক্তি সামর্থে ভুটান থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও কপালে চিন্তার ভাঁজ। টাইগার কোচ হাবিয়ের কাবরেরার চিন্তা উচ্চতা নিয়ে।
কারণ এত উচ্চতায় খেলে অভ্যাস নেই জামালদের। কিন্তু স্বস্তির ব্যাপার এটাই, পরিসংখ্যানের দিক দিয়েও অনেকটা এগিয়ে বাংলাদেশ। এই পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। যার ভেতরে ২টি ম্যাচ ড্র হয়, একটিতে জয় পায় ভুটান, আর বাকি ১১ টা ম্যাচেই জয় লাভ করে বাংলাদেশ।
তবে ফুটবল রেংকিং এ ভুটান এগিয়েছে বেশ। যেখানে বাংলাদেশের রেংকিং ১৮৪ সেখানে ভুটানের রেংকিং ১৮২। সামনেই এএফসি এশিয়া কাপ বাছাই এর তৃতীয় রাউন্ডের খেলা। ভুটানকে হারাতেই হবে বাংলাদেশের। কারণ ভুটানকে হারালে তবেই রেংকিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
রেংকিং এ এগিয়ে গেলেই বাছাই পর্বে সহজ প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। তাইতো ভুটানের সাথে দুটি ম্যাচই জিততে চায় জামাল ভূইয়ারা।
তবে বড় চ্যালেঞ্জ হলো ভুটানের আবহাওয়া। কারণ বাংলাদেশ ভুটানের ম্যাচ ভেনু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে প্লেয়ারদের। শুধু এটাই যে চিন্তার কারণ তা নয়। জামাল ভূঁইয়ারা প্রায় তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে।
এছাড়াও পুরো দলের রয়েছে অনুশীলনের ঘাটতি। তাইতো সবার কপালে একটু দুশ্চিন্তার ছাপ। তবে এসব দুশ্চিন্তাকে পাত্তা না দিয়ে জয়ের জন্য মাঠে নামতে চায় বাংলাদেশ। যেভাবেই হোক রেংকিংয়ে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য জামাল ভূইয়াদের।