ব্যালন ডি’অর ২০২৪ এর ৩০ জনের শর্ট লিস্টে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এটি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। ব্যালন ডি’অরের পুরস্কার ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছেন ফরাসি সমায়িকী ফ্রান্স ফুটবল। এই মর্যাদাপূর্ণ পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার ব্যালন ডি’অরের সংখ্যা ৫ টি।
ফুটবল বিশ্বের ইতিহাসে ব্যক্তিগত সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে। ২০২৪ সালের এই পুরস্কারের জন্য ফেভারিট মনে করা হচ্ছে জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়রকে।
৩০ জনের তালিকায় উল্লেখযোগ্য আরো আছেন ফেদেরিকো ভালভার্দে, আরলিং হল্যান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেইন, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপ্পে। এবং একমাত্র গোলকিপার হিসেবে আছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, টনি ক্রুসরা। তারপরে আরো একটি শিরোপা স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছেন তারা। জানতে পারেনঃ অবশেষে মেসির ব্যালন ডি’অর অধ্যায়ের অবসান ঘটলো
বেলিংহাম ইংল্যান্ডের হয়ে ইউরো ফাইনাল খেলেছেন এবং ভিনিসিয়াস কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলেছেন। এবং কারভাহাল স্পেনের হয়ে ইউরোর শিরোপা জিতেছেন। ৩০ জনের তালিকা থেকে একজনকে আগামী মাসের ২৮ অক্টোবর এই পুরস্কার তুলে দেয়া হবে।
রোনালদোর জন্ম ৫ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে, এবং তিনি একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে পর্তুগাল জাতীয় টিম ও সৌদি আরবের লিগে আল-নাসেরের হয়ে খেলেন ফরোয়ার্ড হিসেবে। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা খেলোয়াড়ের মধ্যেও তিনি একজন।
জাতীয় দলে রোনালদোর অভিষেক হয় ২০০৩ সালের আগস্ট মাসে কাজাকিস্তানের বিপক্ষের ম্যাচে। তিনি পর্তুগাল জাতীয় দলের হয়ে ১০০ এর বেশি ম্যাচ খেলেছেন, এবং সর্বোচ্চ গোলের মালিক তিনি। প্রায় দুই দশক ব্যালন ডি’অরের লিস্ট থেকে বাদ পড়েনি রোনালদো। শেষমেষ গতবছর এবং এবছরও শর্টলিস্ট থেকে বাদ পড়েন তিনি।
একটা সময় এমন হয়েছিল যে ব্যালন ডি’অরের লিস্টে রোনালদো ও মেসির আধিপত্য ছিল। ২০০৮ সালে রোনালদো তার ক্যারিয়ারে প্রথম ব্যালন ডি’অর জেতেন। এর ৪ বছর পর মেসিকে পেছনে ফেলে ২০১৩ সালে দ্বিতীয় ব্যালন ডি’অর জেতেন। পরের বছর ২০১৪ সালে তৃতীয় ব্যালন ডি’অর ঘরে তুলেন।
এবং চতুর্থ ও পঞ্চম ব্যালন ডি’অর জয় করেন যথাক্রমে ২০১৬ ও ২০১৭ সালে। এরপর থেকে ব্যালন ডি’অরের লিস্টে নাম থাকলেও আর জেতা হয়নি ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কার। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার তার ক্যারিয়ারে প্রচুর সাফল্য অর্জন করেছেন। বর্তমানে বিশ্ব ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮৫১ গোল সংখ্যা তার।