গতকাল রাতে প্রকাশ পেয়েছে ২০২৪ এর ব্যালন ডি’অর প্রত্যাশী মনোনীত প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা। এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এবারের সিজনে উপরের দিকে থাকা ৩০ জন প্লেয়ার। সংক্ষিপ্ত লিস্টে জায়গা পেয়েছেন নতুন প্রজন্মের বেশ কিছু প্লেয়ার।
তারমধ্যে রয়েছে বেলিংহাম, হেরিকেন, ওলমো, লামিনে ইয়ামাল, লাউতারো মার্টিনেজ। এদের তুলনায় এগিয়ে আছে ম্যানচেস্টার সিটির রদ্রি এবং রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু প্রকাশ পাওয়া এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এতেই চোখে মুখে হতাশার ছাপ মেসি ভক্তদের। যদিও হতাশা হওয়ার তেমন কারণ নেই ভক্ত জনতার।
কারণ লিওনেল মেসি তার ভক্তদের প্রতিটা প্রত্যাশাই পূরণ করেছেন। ২০০৩ সাল থেকে এই পর্যন্ত ব্যালন ডি’অর এর জন্য প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় সর্বমোট ৮ বার এই ট্রফিটি নিজের ঝুলিতে পুরে রেকর্ড করেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই তারকা। এবং প্রতিবারই শর্ট লিস্টে লিওনেল মেসির নাম ছিল।
ব্যক্তিগত অর্জনের সবথেকে বড় পুরস্কার বা ট্রফি হল ব্যালন ডি’অর। ফরাসি ফুটবল ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে এই পুরস্কার। এই পুরস্কার জয়ীকে বেছে নেয়ার রয়েছে কিছু নিয়ম। ফিফা রেংকিং এ থাকা ১০০ টি দেশের ফুটবল সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হয় বিজয়ীকে। তবে এবার তৃতীয়বারের মতো মৌসুমের পারফরম্যান্স অনুযায়ী দেওয়া হবে এই পুরস্কার।
এবারের ব্যালন ডি’অর ২০২৪ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সর্বোচ্চ রিয়াল মাদ্রিদের ৭ প্লেয়ার। তারা হলো টনি ক্রুস, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদে ভালভারদে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে।
জানতে পারেনঃ ২০২৪ এর ব্যালন ডি’অর জেতার দৌড়ে এগিয়ে থাকা ২ প্লেয়ারকে
এছাড়াও এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ম্যানসিটির ৪ প্লেয়ার ও আর্সেনাল এর ৪ প্লেয়ার। ২০২৩ এর ১ আগস্ট থেকে ২০২৪ এর ৩১ জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যকার পারফরম্যান্সের বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার।
প্রতিযোগিদের ভেতর গত মৌসুমে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস ২৪ গোল করেন ৩৯ ম্যাচ খেলে এবং ১১ টি গোল বানিয়ে দেন তিনি। বেলিংহাম ৪৩ ম্যাচে করেন ২৩ গোল, বানিয়ে দেন ১৩ টি গোল। এছাড়াও গত মৌসুমে হলান্ড করেন ২৭ গোল এবং হেরি কেইন করেন ৩৬ গোল।
কিন্তু গত মৌসুমে লিওনেল মেসির পারফরম্যান্স তেমন ভালো ছিল না, তাইতো বাদ পড়েন ২০২৪ ব্যালন ডি’অর শর্টলিস্ট থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ অক্টোবর প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এই বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার ব্যালন ডি’অর অনুষ্ঠান।