ব্যালন ডি’অর হল যেকোনো ফুটবল প্লেয়ারের পাওয়া ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার। এই ব্যালন ডি’অর একবার হলেও নিজের নামে করে নেওয়ার স্বপ্ন প্রায় প্রতিটি প্লেয়ারই দেখে। তাইতো ব্যালন ডি’অর ব্যক্তিগত অর্জনের শীর্ষে।
প্রায় দের যুগ ধরে এই পুরস্কারের খেতাবটা নিজেদের করে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাইতো ব্যালন ডি’অর অর্জনে এই দুই মহাতারকার আশেপাশেও নেই কেউ। কিন্তু এবার ২০২৪ এর ব্যালন ডি’অর অর্জনের দৌড়ে মেসিদের থেকে এগিয়ে নতুন প্রজন্মের তারকা ফুটবলাররা।
এই পর্যন্ত বিশেষ এই ট্রফিটি সর্বোচ্চ ৮ বার নিজের নামে করে রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। মেসির পরের স্থানেই রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার রোনালদো। তিনি এই পুরস্কারটি নিজের নামে করেছেন ৫ বার।
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুই তারকা ফুটবলার ব্যালন ডি’অর ট্রফিটি নিজেদের ঝুলিতে পুরেছে মোট ১৩ বার। কিন্তু বর্তমান বিষয়টি একটু আলাদা, কারন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি রয়েছেন তাদের ক্যারিয়ারের শেষ ভাগে।
ইতিমধ্যে এই দুই তারকা বিদায় জানিয়েছেন ইউরোপের ফুটবলকে। একদিকে মেসি কাপাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস। অপরদিকে রোনালদো মাতিয়ে রেখেছেন সৌদি প্রো লিগ।
জানতে পারেনঃ কবে নাগাদ মাঠে ফিরবেন নেইমার
কিছুদিন আগেই শেষ হয়েছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নস ট্রফির আসর। এতেই পরিবর্তন এসেছে ২০২৪ এর ব্যালন ডি’অর হিসাব নিকাশে। যদিও কোপা আমেরিকা জিতেছেন মেসির দল, কিন্তু তাতেও মেসি ভালো পজিশনে নেই ব্যালন ডি’অর জেতার দৌড়ে।
এবারে ব্যালন ডি’অর জেতার সমীকরনে ইউরো বড়ো ভুমিকা রাখেছে। তাইতো বেলিংহ্যাম, হ্যারিকেইনদের পিছনে ফেলে এগিয়ে আছে স্পেনের রদ্রি, এছাড়া ওলমো ও লামিনে ইয়ামালও রয়েছে এই দৌড়ে। কে পাবে ২০২৪ এর ব্যালন ডি’অর ট্রফি, এটা নিয়ে নেটিজেনদের কল্পনা জল্পনা তুঙ্গে।
এমন সময় স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টার বাছাই করেছেন ২০২৪ এর ব্যালন ডি’অর জেতার দৌড়িয়ে এগিয়ে থাকা শীর্ষ দুই তারকা। তার মতামত অনুযায়ী শীর্ষ ২-এ জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির রদ্রি ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র।