এক বছরের বেশি সময় ধরে ইনজুরির কারনে মাঠের বাইরে নেইমার জুনিয়র। অবশেষে জানা গেল তার ইনজুরির সর্বশেষ অবস্থান। কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে? কঠোর পরিশ্রমে ট্রেনিংয়ে ঘাম ঝরাচ্ছেন নেইমার। অতি দ্রুত তিনি ফিরতে চান মাঠে।
তবে জানা গেল ২০২৫ সালের আগে সৌদি আরবের ফুটবলের নিয়মের বেড়াজের কারণে বর্তমান তার ক্লাব আল -হিলালের জার্সি গায়ে মাঠে নামতে পারবে কি’না তা নিয়ে রয়েছে সংশয়। তবে অনুশীলন চালিয়ে যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলালের জিমে।
চোখে মুখে নতুন আসা, আবার ঘুরে দাঁড়াতে চান তিনি। তাইতো চালিয়ে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। এমন অক্লান্ত পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর লড়াই তার জন্য একদমই নতুন নয়। তিনি ভাল করেই জানেন তাকে কি করতে হবে। কারণ তিনি আগেও এই ধরনের পরিস্থিতি সম্মুখীন হয়েছেন।
ব্রাজিলিয়ান এই তারকাকে তার ক্যারিয়ারের অনেক বড় একটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তার ইনজুরির কারণে। তার এই চোটের কারণে ক্যারিয়ারে অর্জন করতে পারেননি তেমন কিছুই। ক্লাব আর আন্তর্জাতিক সব মিলিয়ে প্রত্যাশার ধারে কাছও পৌছাতে পারেননি তিনি।
২০১৬ সালে ব্রাজিলের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক, আর ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। এই দুটি অর্জন ছাড়া উল্লেখযোগ্য আর কোন অর্জনই নেই বললে চলে। তার ক্যারিয়ারের এমন বেহাল দশা হওয়ার বড় কারণ তার ইনজুরি।
ইতিহাসে যদি দুর্ভাগ্যবান প্লেয়ারের লিস্ট করা হয়, তাহলে প্রথম সারিতে থাকবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। একসময় এই তারকা ফুটবলারকে রাখা হতো বিশ্ব ফুটবলের প্রথম সারির খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিদের কাতারে। কিন্তু ইনজুরির কারণে এখন তার ফুটবল ক্যারিয়ারের শেষ ভাগে এসে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য।
জানতে পারেনঃ জার্মানির নতুন অধিনায়কের নাম ঘোষণা
গেল বছর ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। এই ইনজুরির কারণেই বিগত এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান এই তারকা।
সর্বশেষ বড় ২ আসরে নেইমার জুনিয়রের কাছ থেকে তেমন কিছুই পাইনি সেলেসাওরা। ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলতে পারেননি সব কয়টি ম্যাচ। এছাড়া কোপা আমেরিকাতেও ছিলেননা এই তারকা ফুটবলার।
২ বছরের চুক্তিতে গত বছরের আগস্টে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে নেইমার জুনিয়রকে দলে ভেড়ান সৌদি আরবের ক্লাব আল-হিলাল। এত বড় অংকের অর্থ খরচ করে নেইমারকে দলে ভিড়িয়ে তেমন লাভ করতে পারেনি সৌদি আরবের এই ক্লাবটি।
বিগত মৌসুমে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। তাইতো সৌদি আরবের এই ক্লাবটির সব ক্ষতি পুষিয়ে দিতে আর আবারো মাঠে ফিরতে নেইমার অক্লান্ত পরিশ্রম করছেন আল হিলালের জিমে। রিকভারির শেষ ভাগে আছেন নেইমার, অ্যমনটাই জানিয়েছে মেডিকেল টিম। মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।