জার্মানি জাতীয় ফুটবল টিমের নতুন অধিনায়ক হিসেবে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জসুয়া কিমিচের নাম ঘোষণা করা হয়। গত ১৯ আগস্ট জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান অবসর নেন, এরপর থেকে জার্মানি নেতৃত্বশুন্য ছিল।
প্রায় ১৪ দিন পরে জার্মানি দলের দায়িত্ব নেন কিমিচ। আগামী ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ন্যাশনস লিগে জার্মানিকে নেতৃত্ব দেবেন তিনি। আর্সেনালের ফরওয়ার্ড কাই হাভের্টজ ও রিয়াল ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার এরা দুইজন তার সহকারী হিসেবে থাকবে।
জার্মানির ন্যাশনস লিগের প্রথম খেলা আগামী ৮ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে। এরপর খেলা ১১ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে। কিমিচের আগে থেকেই অভিজ্ঞতা আছে জার্মানিকে নেতৃত্ব দেওয়ার। ন্যাশনস লিগে ইউরোর ব্যর্থতা ভুলে সব ম্যাচ জিততে চান কোচ নাগেলম্যানস।
তারকা ফুটবলাররা অবসরে জাতীয় টিমের ঘাটতি হলেও, সেসব ঘাটতি পূরণ করবে নতুনরা। আর্জেন্টিনার মন ভেঙে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ের পর থেকে যেন সোনার মুকুট হয়ে গেছে। পরের বিশ্বকাপ অর্থাৎ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি চ্যাম্পিয়নের তকমা হারায়। কাতার বিশ্বকাপ ২০২২ সালেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে তারা।
পর পর দুই বিশ্বকাপে ব্যর্থতা। ভাগ্য পরিবর্তন করার জন্য কোচ র্পরিবর্তন করেও কোন লাভ হয়নি জার্মানি ফুটবল টিমের। ঘরের মাঠে ইউরো জেতার আশায় ছিল জার্মানি। কিন্তু ভাগ্য সহায় না থাকায় নাগেলসম্যানের দল এবারও ব্যর্থ হয়। তারুণ্যেনির্ভর দল নিয়ে ইউরোর মিশনে নেমেও কপাল পুড়েছে তাদের। নিজেদের ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারে নাই তারা।
জানতে পারেনঃ নিজের অবসরের কথা ঘোষণা করতে কান্নায় ভেঙে পড়লেন লুইস সুয়ারেজ
জার্মানির কোচ নাগেলসম্যানস ইউরোর ব্যর্থতা ভুলে ন্যাশনস লীগের দিকে চোখ দিতে বলেন সবাইকে। থমাস মুলার, টনি ক্রুস, ইল্কে গুন্ডোগান ও নয়ারের মতো তারকা অবসর নিয়ে নেয় ইউরোর শেষে। এদের শূন্যতা দলকে অনেক ভাোগাবে মেনে নিয়েছেন নাগেলসম্যান।
তারপরও তিনি আশাবাদী যে তরুণদের নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে জার্মানি ফুটবল টিম। ন্যাশনস লিগে এবার লিগ “এ” এর গ্রুপ ৩ তে খেলবে জার্মানি। নেদারল্যান্ডস, বসনিয়া, হার্জেগোভিনা ও হাঙ্গেরি এসব দলগুলো জার্মানির প্রতিপক্ষ।
জার্মানির হয়ে কিমিচের অভিষেক হয় ২০১৬ সালে। তার ২৯ বছর বয়সে ৯১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং পাশাপাশি ৯ গোলও করেছেন তিনি। কিমিচের সবসময় ইচ্ছে ছিল জার্মানি ও বায়ার্নের হয়ে মধ্যমাঠে খেলার, কিন্তু দলের প্রয়োজনে রাইট ব্যাক পজিশনে খেলতে হত। ডিফেন্ডার হিসেবে ইউরোতে তিনি খেলেছিলেন।
কিমিচ তার ক্যারিয়ার শুরু করেছিলেন স্টুটগার্টের যুব দল থেকে। কিমিচ ২০১৩ আরবি লিপজিগে জোগ দেন। পরে ২০১৬ সালে বায়ার্নে পাড়ি জমান। তিনি জার্মানীর সহ অধিনায়কের দায়িত্ব পালন করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে।