দীর্ঘ ১৭ বছরের ফুটবল যাত্রার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিলেন উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ৩৭ বছর বয়সী লুইস সুয়ারেজ। বিশ্বকাপ বাছাই পর্বের উরুগুয়ে বনাম প্যারাগুয়ের মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি হবে তার আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ।
এই তথ্যটি লুইস সুয়ারেজ নিজেই গণমাধ্যমকে জানায়। নিজের এই অবসরের কথা জানাতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি তিনি। কারণ ফুটবলই তার একমাত্র আবেগ আর ভালোবাসার জায়গা। অশ্রু ভরা চোখে আবেগি মন নিয়ে তিনি বলেন হৃদয় ভেঙে যাচ্ছে তবুও সকলকে জানাচ্ছি, আগামী শুক্রবার শেষ ম্যাচটি খেলবো জাতীয় দলের হয়ে।
উরুগুয়ে বনাম প্যারাগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় শনিবার। তিনি আরো বলেন, কোনভাবেই তিনি কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া করতে চান না। কারণ এটা ছিল তার লাইফের সেরা মুহূর্ত। তাই তিনি বলেন কোপা আমেরিকার শিরোপা কোন কিছুর সাথে অদল বদল করতে চান না তিনি।
লুইস সুয়ারেজ নিজেই বললেন সঠিক সময় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি যা সবাই পারেনা। এটা আমার জন্য অনেক বড় সিদ্ধান্ত হয়তোবা। আমি পরের বিশ্বকাপ খেলতে পারবো না, বয়সের কারণে নয় চোটের কারণে। তাই নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি।
লুইস সুয়ারেজ বার্সেলোনা এবং লিভারপুলের মত নামিদামি ক্লাবগুলোতে খেলতেন নিয়মিত। তার পায়ের জাদুতে এনে দিয়েছেন অনেক শিরোপা। আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ানদের ভিতরে সর্বোচ্চ গোলের অধিকারী তিনি।
লুইস সুয়ারেজ ২০০৭ সালে উরুগুয়ের হয়ে প্রথম জাতীয় দলে অভিষেক হয়। সেই অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৪২ টি ম্যাচ খেলে ৬৯ টি গোল করেন। তাকে বলা হয়ে থাকে উরুগুয়ানদের ভিতর শ্রেষ্ঠ তারকা। উরুগুয়ের হয়ে খেলেছেন ৪টি বিশ্বকাপ ও ৫টি কোপা আমেরিকা।
জানতে পারেনঃ আর্জেন্টিনার জন্য জীবন্ত পরশপাথর আলভারেজ
২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ে উরুগুয়ের হয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সুয়ারেজ। সেবারের কোপা আমেরিকায় ৪টি গোল করে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। টুর্নামেন্টের শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তার করা গোলে ৩-০ ব্যবধানে শিরোপা পায় উরুগুয়ে।
শুধুমাত্র ফুটবল খেলার জাদুর জন্য লুইস সুয়ারেজকে মনে রাখবে ভক্তরা সেটা নয়। তার ভিন্নধর্মী আচরণ এবং সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হাজারো বছর ভক্তদের মনে রয়ে যাবে এই ফুটবল তারকা।
সবশেষে তিনি জানান শুধুমাত্র আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিচ্ছেন কিন্তু চালিয়ে যেতে চান ক্লাব ফুটবল। লুইস সুয়ারেজ বর্তমানে এমএলএস (মেজর লীগ সকার) ক্লাব ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ হিসাবে পেশাদার ফুটবল খেলছেন।