একজন তরুণ প্রতিভাবান ফুটবলার হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার জন্য জীবন্ত পরশপাথর আলভারেজ। তার প্রতিভা নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়, কারণ ইতিমধ্যে তার এই ছোট ক্যারিয়ারে ফুটবলের প্রায় সকল ধরনের মর্যাদাপূর্ণ ট্রফি অর্জন করেছে।
আলভারেজকে শুধুমাত্র প্রতিভাবান বললে ভুল হবে, প্রতিভার পাশাপাশি সৌভাগ্যের পরশপাথরও তিনি। কেননা তিনি এখন পর্যন্ত কোন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হারেনি। ক্লাবের হয়ে কিংবা জাতীয় দলের হয়ে যেই টুর্নামেন্ট খেলেছে সেটাতেই চ্যাম্পিয়ন হয়েছে আলভারেজের দল।
তাইতো নেটিজেনরা বলে “যাদের কেরিয়ারের ক্লান্তিলগ্নে এখনো শিরোপা খরা কাটছে না, তারা এই আর্জেন্টাইন ফরওয়ার্ড পরশপাথরের সাথে কপাল ঘষতে পারেন।” উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী আলভারেজের জন্ম ৩১ জানুয়ারি ২০০০ সালে। তার জন্মস্থান কর্দোবা প্রদেশ, আর্জেন্টিনা।
বর্তমানে আলভারেজের বয়স ২৪ বছর। এর মধ্যেই তিনি জিতে ফেলেছেন বিশ্বের সকল প্রধান ফুটবল শিরোপা। তিনি ২০২২ সালে আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপের মতো সম্মানজনক ও সবচেয়ে বড় ট্রফি অর্জন করেছে। তার সামনে সুযোগ আছে অলিম্পিকের গোল্ড মেডেল জয়ের।
আলভারেজের ঝুলিতে একটি অলিম্পিক গোল্ড মেডেল থাকলে ফুটবলের ষোলকলা পূর্ণ হবে তার। অথচ কত রথী–মহারথীরা ট্রফি অপূর্ণতা নিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছে। এবং যারা সব জিতেছে তাদেরকেও অপেক্ষা করতে হয়েছে ক্যারিয়ারের ক্লান্তি লগ্ন পর্যন্ত।
আলভারেজের আদর্শ এবং বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে’ই দেখুন! সর্বশেষ কাতার বিশ্বকাপ ২০২২ জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের ষোলকলা পূর্ণ করলেন। কিন্তু ওই দিনে লিওনেল মেসির বয়স ছিল ৩৫ বছর ১৭৭ দিন।
২০১৮ সালে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটের হয়ে হুলিয়ান আলভারেজের অভিষেক হয়। ওই বছরই রিভারপ্লেট দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ ট্রফি কোপা লিবের্তাদোরেস জয়লাভ করে। তখন থেকে এই পর্যন্ত প্রতিবছর কোন না কোন ট্রফি নিজের ঝুলিতে নিয়েছে আলভারেজ।
২০২১ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্রথম কোপা আমেরিকা ট্রফি উঁচিয়ে ধরে আলভারেজ। এবং কিছুদিন আগে (১৫ জুলাই ২০২৪) কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আলভারেজ এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
এর মাঝে ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে ইতালির বিপক্ষে ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ ট্রফি জয় লাভ করেন। আলভারেজের অর্জন গুলো বেঞ্চে বসে হাতে তালি দিতে দিতে আসেনি। সতীর্থদের সাথে মাঠ দাফিয়েছেন। যখনই সুযোগ পেয়েছেন তা লুফে নিয়েছেন। বড় বড় আসরে নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন।
রিভারপ্লেটের হয়ে ২০১৯ সাল ছিল আলভারেজের জন্য আরো রঙিন এক বছর। ওই বছর ক্লাবের হয়ে তিনি তিনটি ট্রফি – সুপারকোপা আর্জেন্টিনা, কোপা আর্জেন্টিনা ও রেকোপা সুদামেরিকানা অর্জন করেন। ২০২০ সালে ক্লাবের হয়ে কিছু জেতা হয়নি তবে, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আলভারেজ কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন।
আলভারেজের ক্লাবের হয়ে লিগ জয়ের অপেক্ষা ফুরায় ২০২১ সালে। ওই বছরে জেতেন ট্রোফিও দে ক্যাম্পিওনেস। তারপরে আলভারেজের অসাধারণ প্রতিভার উপরে চোখ পড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। ২ কোটি ইউরোয় আলভারেজকে দলে ভেড়ায় পেপ গার্দিওয়ালার দল।
ম্যানচেস্টার সিটির হয়ে অসাধারণ পারফরম্যান্স করায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ২০২২ কাতার বিশ্বকাপে দলে জায়গা দেন তাকে। ওই বছর আলভারেজের নামের পাশে বিশ্বকাপজয়ী টাইটেল যুক্ত হয়। তারপরে ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেন।
এই সব অর্জনই টুর্নামেন্টের অভিষেকে। ২০২২-২৩ মৌসুমে ট্রাবলের সঙ্গে এই চার ট্রফি জয়লাভ করে, ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি গড়েন আলভারেজ। এছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে মাত্র ৪০ সেকেন্ডে গোল করে আরো একটি রেকর্ড করেন।
যেকোনো মহাদেশীয় ও বৈশ্বিক আসরে ফাইনালের মঞ্চে সবথেকে দ্রুততম গোলের রেকর্ড এটি। সেদিন রাতে আলভারেজের এই গোলের পরে ধারাভাষ্যকার বলে ওঠেন ‘আলভারেজ, অ্যাহেড অব দ্য ওয়ার্ল্ড!’ এই মৌসুমে হুলিয়ান আলভারেজের চোখ জাতীয় দলের হয়ে অলিম্পিকে সোনার মেডেল জয় করা।
দীর্ঘ ১৬ বছর পরে আর্জেন্টিনা অলিম্পিকের নকআউট পর্বে। তাইতো সুযোগ থাকছে সোনা জয় করে আলভারেজ ট্রফি জয়ের চক্রটা পূরণ করার। আলভারেজের খেলা এখন পর্যন্ত কোন ধরনের টুর্নামেন্টে তার দল পরাজিত হয়নি। তিনি এই প্রথমবারের মতো অলিম্পিক খেলছে। তাইতো আলভারেজকে সৌভাগ্যের দূত ভাবা যায়।
শীর্ষ ফুটবলে হুলিয়ান আলভারেজের যত সব ট্রফি!
ট্রফি | সাল/মৌসুম | দল/ক্লাব |
---|---|---|
কোপা আমেরিকা | ২০২১ ও ২০২৪ | আর্জেন্টিনা |
ফিফা বিশ্বকাপ | ২০২২ | আর্জেন্টিনা |
ফিনালিসিমা | ২০২২ | আর্জেন্টিনা |
ইংলিশ প্রিমিয়ার লিগ | ২০২২-২৩ ও ২০২৩-২৪ | ম্যানচেস্টার সিটি |
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ২০২২-২৩ | ম্যানচেস্টার সিটি |
এফএ কাপ | ২০২২-২৩ | ম্যানচেস্টার সিটি |
উয়েফা সুপার কাপ | ২০২৩ | ম্যানচেস্টার সিটি |
ফিফা ক্লাব বিশ্বকাপ | ২০২৩ | ম্যানচেস্টার সিটি |
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন | ২০২১ | রিভার প্লেট |
কোপা আর্জেন্টিনা | ২০১৮-১৯ | রিভার প্লেট |
ট্রফিও ডি ক্যাম্পেওনস | ২০২১ | রিভার প্লেট |
কোপা লিবের্তাদোরেস | ২০১৮ | রিভার প্লেট |
সুপার কোপা আর্জেন্টিনা | ২০১৯ | রিভার প্লেট |
রিকোপা সুদামেরিকানা | ২০১৯ | রিভার প্লেট |
অনূর্ধ্ব-২৩ কনমেবল প্রাক-অলিম্পিক | ২০২০ | আর্জেন্টিনা |
টিএম-প্লেয়ার অফ দ্য সিজন | ২০২১ | আর্জেন্টিনা |
সর্বোচ্চ গোলদাতা | ২০২৩-২৪ ২০২০-২১ | ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ প্রফেশনাল ফুটবল লিগ |
আদর্শ মেসির সাথে হুলিয়ান আলভারেজের ট্রফির চক্র পূরণ কিছুটা উল্টো। মেসির ফুটবল ক্যারিয়ারের ট্রফি জয় শুরু হয়েছিল অলিম্পিকের স্বর্ণপদক জয়ের মাধ্যমে। অপরদিকে হুলিয়ান আলভারেজ সকল ধরনের মেজর ট্রফি জয়লাভ করে সর্বশেষ মেজর ট্রফি “অলিম্পিক স্বর্ণপদক” জয়ের দ্বারপ্রান্তে।
প্যারিস অলিম্পিক ২০২৪ এ ছেলেদের ফুটবলে আর্জেন্টিনা স্বর্ণপদক জয়লাভ করলে, দীর্ঘ ১৬ বছর পরে অলিম্পিক স্বর্ণপদক জয়ের আক্ষেপ গোছাবে তাদের। এবং আলভারেজের ক্ষেত্রে ট্রফি চক্রের শেষটা হবে অলিম্পিক জিতে। তাইতো বয়স ভিত্তিক ফুটবলার হিসেবে অনূর্ধ্ব – ২৩ দলের সাথে অলিম্পিক খেলছেন হুলিয়ান আলভারেজ।