চোটের সাথে বেশ কিছুদিন ধরে লড়াই করছে আর্জেন্টাইন ফুটবলের সবথেকে বড় তারকা লিওনেল মেসি। ইনজুরি যেন মেসির পিছুই ছাড়ছে না। গেলো কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডারের বাজে ট্রাকেলের শিকার হয়ে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে মেসি।
পরবর্তীতে দেখা যায় তার পা অনেকটা ফুলে গেছে। মেসির পা ফুলে ওঠা ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছে। এমনকি মাঠ থেকে উঠে মেসিকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। মূলত পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ইনজুরির সাথে লড়াই করছেন তিনি।
এই চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা দলের সম্প্রতি কোন আন্তর্জাতিক ম্যাচ না থাকায় একটু স্বস্তিতে রয়েছেন সমার্থকরা। কিন্তু মেসির ক্লাব ইন্টার মায়ামির অনেকগুলো ম্যাচ মিস করেছেন অধিনায়ক।
ইনজুরিতে ছিটকে যাওয়ার পরে মেসিকে সর্বশেষ দেখা যায় ইন্টারমিয়ামির সংবর্ধনা অনুষ্ঠানে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব থেকে বেশি ৪৫ টি আন্তর্জাতিক শিরোপা অর্জন করার জন্য ক্লাবের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করা হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে লিওনেল মেসিকে খুঁড়িয়ে হাটঁতে দেখা গিয়েছে।
মেসির এমন অবস্থায় দুশ্চিন্তায় রয়েছে সমর্থক সহ সকল সতীর্থরাও। ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ জুলিয়ান গ্রেসেল বলেছিলেন, “মেসির ফেরার তারিখ আমাদের কাছেও গোপন রাখা হয়েছে”। তবে এর মধ্যে মেসির কাছের বন্ধু এবং ইন্টার মায়ামি ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ জানিয়েছেন, খুব দ্রুত মাঠে ফিরবেন মেসি।
জানতে পারেনঃ কোয়াটার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা।
উরুগুয়ের এই স্টাইকার আরো বলেন “নিজের দেশের প্রতি এবং এই ক্লাবের প্রতি সে কতটা নিবেদিত প্রাণ তা সবাই জানে। তার আকাঙ্ক্ষা এবং নজর সবসময় মাঠের দিকে থাকে। দিন যত যাচ্ছে, তার মাঠে ফেরার সময় ততটা ঘনিয়ে আসছে। আমরা সবাই অতি দ্রুত তাকে মাঠে দেখতে চাই।”
গত বছর প্রথমবারের মতো ইন্টার মাইয়ামিকে লিগস কাপের শিরোপা এনে দেন মেসি। এ বছরেও মেসির থেকে প্রত্যাশা ছিল অনেক। তবে ইনজুরির কারণে মেসিকে বাদে লিগস কাপের প্রতিযোগিতা শুরু করলো ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে মেসির দল।
আর্জেন্টিনা এবং ইন্টার মাইয়ামির এই ক্যাপ্টেনের মাঠে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে কোটি সমর্থকরা। মেসি কত তারিখে মাঠে ফিরবে এবং কোন ম্যাচ খেলবে এই সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। মেসির সতীর্থরাও এই সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছেনা। তবে উরুগুয়ের স্ট্রাইকার এবং লিওনের মেসির বন্ধু লুইস সুয়ারেজ বলেছেন অতি দ্রুত সে মাঠে ফিরবে।