গত ইউরো কাপে স্পেনের হয়ে অসাধারণ ফুটবল খেলে সকলের নজরে এসেছে নিকো উইলিয়ামস। স্পেনের ইউরো শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ২২ বছর বয়সী আক্রমণ ভাগের খেলোয়াড়ের। নিকো উইলিয়ামসের জন্য বার্সার থেকে দ্বিগুণ দাম দিতে চায় পিএসজি।
ইউরো কাপে তার নজরকারা পারফরমেন্সের পরে ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে রয়েছে এই তরুণ। এই ফুটবলারকে ঘিরে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে অনেক বড় বড় ক্লাবগুলো। উক্ত তালিকায় যুক্ত হল ফ্রান্সের সবথেকে বড় ক্লাব পিএসজি।
ইউরো চলাকালীন সময়ে নিকো উইলিয়ামসকে নিয়ে বার্সেলোনার বিশেষ আগ্রহর কথা জানা গিয়েছে। বার্সা ইউরোতে স্পেনের মত দুই উইংয়ে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে খেলানোর পরিকল্পনা করেছে। কিন্তু নিকো উইলিয়ামসকে এত সহজে পাওয়া যাবেনা তা আগে থেকেই ধারণা করা হয়।
কেননা ইতিমধ্যেই বার্সেলোনার পাশাপাশি ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে তাদের নিজস্ব দলে ভেড়ানোর জন্য অনেক ক্লাব আগ্রহ পোষণ করেছে। কাতালুনিয়া রেডিও (স্প্যানিশ সংবাদমাধ্যম) জানিয়েছেন গ্রীষ্মের দলবদলে বার্সেলোনার পাশাপাশি নিকো উইলিয়ামসকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে মাঠে নামছে পিএসজি।
বর্তমান পিএসজির কোচ লুইস এনরিকে একজন স্প্যানিশ নাগরিক। এটিকে নিকো উইলিয়ামসের প্রতি পিএসজির আগ্রহের অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকেই। এছাড়াও ২০২৪ ইউরো কাপে নিকো উইলিয়ামস এর অসাধারণ পারফর্মেন্স তো রয়েছেই।
উইলিয়ামসকে দলে নেয়ার জন্য শুধুমাত্র টাকা নয়, টাকার বস্তা নিয়ে নেমেছে পিএসজি। ২২ বছরের এই তারকা ফুটবলারকে কিনতে মরিয়া প্যারিসের ক্লাবটি। তারা নিকো উইলিয়ামসকে পাওয়ার জন্য বার্সেলোনার থেকে দ্বিগুণ মূল্য দিতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত গ্রীষ্মের দলবদল নিয়ে কোন মতামত জানায়নি উইলিয়ামস।
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরে আপাতত ছুটি কাটাচ্ছেন স্পেনের এই তরুণ ফুটবলার। ছুটি শেষ করে তার পরবর্তী গন্তব্য নিয়ে মতামত করবে আশা করা যায়। এই দলবদল মৌসুমে ফ্রী ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে চলে গেছেন পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
জানতে পারেনঃ কোয়াটার ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা
পিএসজি হয়তো কিলিয়ান এমবাপ্পের রিপ্লেসমেন্ট হিসেবে নিকো উইলিয়ামসকে দলে চাচ্ছেন। তাকে দিয়ে খেলা তৈরির পাশাপাশি গোল করানো যাবে। নিকো উইলিয়ামসকে ব্যবহার করে এই কাজটি করতে চাচ্ছে পিএসজি। অপরদিকে বার্সেলোনা নিকো উইলিয়ামস এর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
কেননা নিকো উইলিয়ামস এর সবথেকে কাছের বন্ধু লামিনে ইয়ামাল ইতিমধ্যে বার্সা স্টার। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে হয়তো বার্সেলোনা লামিনে ইয়ামাল এর সহযোগিতা নিতে পারে। এদিক থেকে বিবেচনা করলে বার্সার প্রতি নিকো উইলিয়ামস এর সফট কর্নার রয়েছে। তাই আগামী গ্রীষ্মের দলবদল বেশ জমজমাট হতে চলেছে।