ইউরোপের মধ্যে সবথেকে প্রতিযোগিতামূলক ও জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে ইউরো কাপ। অনেকেই জানতে চান ইউরো কাপ কে কতবার নিয়েছে। এই লেখাটিতে আমরা ইউরো কাপ চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
১৯৬০ সালে সর্বপ্রথম আয়োজিত হয় ইউরোপের এই শ্রেষ্ঠ লড়াইয়ের আসর। প্রথমদিকে ইউরো কাপের নাম ছিল ইউরোপীয় নেশন্স কাপ। পরবর্তীতে ১৯৯৬ সালে নাম পরিবর্তন করে ইউরো চ্যাম্পিয়নশীপ নামকরণ করা হয়।
ইউরোপের সব থেকে প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্ট ৪ বছর পরপর আয়োজন করা হয়। ইতিমধ্যে এর ১৭টি আসর অনুষ্ঠিত হয়েছে। চলুন ইউরো কাপ কে কতবার নিয়েছে জেনে নেই।
ইউরো কাপ কে কতবার নিয়েছে
সবথেকে বেশি ইউরো কাপ জয় করেছে স্পেন। স্পেন সর্বোচ্চ ৪ বার ইউরো চ্যাম্পিয়নস টাইটেল অর্জন করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে জার্মানি। জার্মানি এখন পর্যন্ত ৩ বার করে ইউরো কাপ জিতেছে।
ইউরো কাপ জয়ের দিকে বিবেচনা করলে স্পেন সবথেকে শক্তিশালী দল। এখন পর্যন্ত ইউরো কাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ট্রফি বিজয় করেছে স্পেন। দ্বিতীয় নাম্বার পজিশনে ৩ বার ট্রফি জয় করে জায়গা করে নিয়েছে জার্মানি। এছাড়াও ফ্রান্স এবং ইতালি ২ বার করে ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে।
এছাড়াও সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া, পর্তুগাল, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও গ্রীস ১ বার করে ইউরো ট্রফি জয়ের গৌরব অর্জন করেছে। ইউরোপীয় চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের আয়োজক হলো ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা “Union of European Football Associations (UEFA)” উয়েফা।
নিচের চ্যার্টের মাধ্যমে দেখে দেয়া যাক কোন দল কত সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করেছে।
দেশ | চ্যাম্পিয়ন | চ্যাম্পিয়ন সাল |
---|---|---|
স্পেন | ৪ বার | ১৯৬৪, ২০০৮, ২০১২, ২০২৪ |
জার্মানি | ৩ বার | ১৯৭২, ১৯৮০, ১৯৯৬ |
ফ্রান্স | ২ বার | ১৯৮৪, ২০০০ |
ইতালি | ২ বার | ১৯৬৮, ২০২০ |
চেকোস্লোভাকিয়া | ১ বার | ১৯৭৬ |
সোভিয়েত ইউনিয়ন | ১ বার | ১৯৬০ |
নেদারল্যান্ডস | ১ বার | ১৯৮৮ |
ডেনমার্ক | ১ বার | ১৯৯২ |
গ্রিস | ১ বার | ২০০৪ |
পর্তুগাল | ১ বার | ২০১৬ |
ইউরো কাপ চ্যাম্পিয়ন লিস্ট
- স্পেন
- জার্মানি
- ইতালি
- ফ্রান্স
- সোভিয়েত ইউনিয়ন
- চেকোস্লোভাকিয়া
- নেদারল্যান্ডস
- পর্তুগাল
- ডেনমার্ক
- গ্রীস
এখন পর্যন্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে ১০ টি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে। তবে তার মধ্যে সবথেকে বেশি ট্রফি জয় করেছে স্পেন (৪টি) এবং জার্মানি (৩টি)। এই ২ দল সর্বোচ্চ ৪ ও ৩ বার করে ইউরো কাপ জয় করেছে।
ইউরো চ্যাম্পিয়ন হয়েছে কয়টি দল
এখন পর্যন্ত মোট ১০টি দল ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। সর্বপ্রথম ১৯৬০ সালে ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নস টুর্নামেন্ট আয়োজন করা হয়। তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপীয় নেশন্স কাপ। ওই বছর সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করে।
- ১৯৬৪ সালে স্পেনে ইউরো চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং ওই টুর্নামেন্টে স্পেন সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে ট্রফি জয় করে।
- ১৯৬৮ সালে ইতালি ইউরো চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের আয়োজন করে। ওই বছর স্বাগতিক ইতালি চ্যাম্পিয়ন হয় যুগোস্লাভিয়া হারিয়ে।
- ১৯৭২ সালে বেলজিয়ামে ইউরো আয়োজন করা হয়। ওই বছরে চ্যাম্পিয়ন হয় জার্মানি এবং রানার্স আপ হয় সোভিয়েত ইউনিয়ন।
- ১৯৭৬ সালে যুগোস্লাভিয়া ইউরো টুর্নামেন্ট আয়োজন করে। ওই বছর জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় চেকোস্লোভাকিয়া।
- ১৯৮০ সালে ইতালিতে ইউরো কাপ আয়োজিত হয়। ওই আসরে চ্যাম্পিয়ন হয় জার্মানি এবং রানার্সআপ হয় বেলজিয়াম।
- ১৯৮৪ সালে ফ্রান্সে আয়োজিত হয় ইউরো কাপ। ওই আসরে চ্যাম্পিয়ন্স হয় স্বাগতিক ফ্রান্স এবং রানার্সআপ হয় স্পেন।
- ১৯৮৮ সালে জার্মানিতে ইউরো কাপ আয়োজন করা হয়। ওই বছর সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে ইউরো কাপের ট্রফি জয় করে নেদারল্যান্ডস।
- ১৯৯২ সালে প্রথমবার সুইডেন ইউরো কাপ আয়োজন করে। উক্ত আসরে জার্মানিকে হারিয়ে সর্বপ্রথম ডেনমার্ক ইউরো শিরোপা জয় করে।
- ১৯৯৬ সালে ইংল্যান্ড ইউরো কাপ আয়োজন করে। ওই বছর চেক রিপাবলিককে (Czech Republic) হারিয়ে জার্মানি শিরোপা জয় করে।
- ২০০০ সালে নেদারল্যান্ডস এবং বেলজিয়াম যৌথ উদ্যোগে ইউরো কাপ আয়োজন করে। উক্ত আসরে ফ্রান্স ইটালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
- ২০০৪ সালে পর্তুগালে ইউরো কাপ আয়োজিত হয়। ওই বছরে স্বাগতিক পর্তুগালকে হারিয়ে গ্রীস শিরোপা জয় করে।
- ২০০৮ সালে অস্ট্রিয়া (Austria) ও সুইজারল্যান্ড যৌথ উদ্যোগে ইউরো কাপ আয়োজন করে। উক্ত আসরে স্পেন চ্যাম্পিয়ন হয় এবং জার্মানি রানার্সআপ হয়।
- ২০১২ সালে ইউক্রেইন ও পোল্যান্ডের যৌথ উদ্যোগে ইউরো আয়োজন করা হয়। উক্ত আসরে ইতালিকে হারিয়ে পুনরায় স্পেন চ্যাম্পিয়ন হয়।
- ২০১৬ সালে ফ্রান্স ইউরো কাপ আয়োজন করে। উক্ত আসরে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে পেনাল্টি শুট আউটএ পর্তুগাল চ্যাম্পিয়ন হয়।
- ২০২০ সালে যৌথ উদ্যোগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট আয়োজিত হয়। ওই আসরে ইংল্যান্ডকে পেনাল্টি শুট আউটে হারিয়ে ইতালি চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে।
- ২০২৪ ইউরো টুর্নামেন্ট জার্মানিতে আয়োজন করা হয়। উক্ত আসরের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে স্পেন চ্যাম্পিয়ন টাইটেল অর্জন করে।
জানতে পারেনঃ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কারা।
শেষকথা
সম্মানিত খেলা প্রিয় পাঠকবৃন্দ, আশা করি ইউরো কাপ কে কতবার নিয়েছে তথা ইউরো কাপ চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে জানতে পেরেছেন। খেলাধুলা সম্পর্কিত এই ধরনের নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকতে পারেন। খেলার খবর ওয়েবসাইট সর্বদা আপডেট ও খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদানের চেষ্টা করে।