কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশী টাইম অনুযায়ী ৩০ জুন ভোর ৬ টার সময়। আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ। পেরুর ম্যাচ থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন অধিনায়ক লিওনেল মেসি।
চিলির বিপক্ষে ম্যাচের পরেই সংখ্যা ছিল লিওনেল মেসিকে নিয়ে। ওই ম্যাচে তিনি পুরোপুরি ফিট না থাকা সত্ত্বেও পুরো ৯০ মিনিট খেলা চালিয়ে গিয়েছেন। ডান পায়ের ঊরুতে পাওয়া চোট পুনরায় দেখা দিয়ে খেলায় অস্বস্তি বাড়িয়ে তুলছিল বার বার।
ওই ম্যাচটি আর্জেন্টিনা চিলিকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে মেসি জানিয়েছিল ম্যাচের শুরুর দিকে তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে। এবং পা শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকার কথা তা ছিল না। মেসি বলেন দেখা যাক পরবর্তীতে কি হয়।
গ্রুপ পর্বের ম্যাচে ইতিমধ্যে আর্জেন্টিনা কানাডা এবং চিলির বিপক্ষে ২ ম্যাচে জয়লাভ করে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ইতিমধ্যেই তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। যার কারণে ৩০ তারিখে পেরুর বিপক্ষের ম্যাচটি অতটা গুরুত্বপূর্ণ নয় দলের জন্য।
আরো জানতে পারেনঃ মেসির জন্মদিনে বাংলায় শুভেচ্ছা জানালো ফিফা
তাই এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তবে কোয়ার্টার ফাইনালে মেসিকে পাওয়া যাবে কিনা এই সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য জানানো হয়নি। আর্জেন্টিনার বর্তমান সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর একটু সমস্যা হয়েছে। সে এই ম্যাচঠি তথা পেরুর বিপক্ষের ম্যাচটি খেলতে পারবে না। চোটের কতটা উন্নতি হয় তা বুঝতে, আমরা প্রতিনিয়ত লিওকে পর্যবেক্ষণ করছি।
মেসির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা বেশ পুরনো। মাঝেমধ্যে এই ব্যথার কারণে মেসিকে ম্যাচ থেকে ছিটকে যেতে হয়। এর পূর্বে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে হ্যামস্ট্রিংয়ের ব্যথার কারণে বেশ কয়েকটা ম্যাচ থেকে বিরত থাকতে হয়েছে এই আর্জেন্টাইন জাদুকরকে।
কোপা আমেরিকার মতো বড় আসরে একই কারণে গ্রুপ পর্বে সর্বশেষ ম্যাচ মিস করতে যাচ্ছে লিওনেল মেসি। এবং কোয়ার্টার ফাইনালে মেসিকে পাওয়া যাবে কিনা এ নিয়ে এখন পর্যন্ত সঠিক কোন তথ্য দিতে পারেনি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
যদি মেসির সমস্যার উন্নতি হয়, তাহলে কোয়ার্টার ফাইনালে ম্যাচে পাওয়া যেতে পারে এই আর্জেন্টাইন কাপ্তান কে। অপরদিকে কানাডার বিপক্ষের ম্যাচে দ্বিতীয়অর্ধে দেরি করে মাঠে নামায় জরিমানা গুনতে হবে আর্জেন্টাইন কোচ লিওনের স্ক্যালোনিকে।
পেরুর বিপক্ষের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না এই মাস্টারমাইন্ড কোচ। ১ ম্যাচ নিষিদ্ধর পাশাপাশি থাকে ১৫,০০০ ডলার ($) জরিমানা করেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ। তাই এই ম্যাচে বর্তমান আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনিকে পাওয়া যাচ্ছে না। এটা নিশ্চয়ই আর্জেন্টাইন ফ্যানদের জন্য বড় দুঃসংবাদ।