মেসির জন্মদিনে বাংলায় শুভেচ্ছা জানালো ফিফা। বর্তমানে সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার লিওনেল আন্ড্রেস মেসি। তার অসাধারণ ফুটবল দক্ষতা এবং ফুটবলের মেধা তাকে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। ফুটবল এবং মেসি যেন বন্ধু। ইতিমধ্যে ফুটবলের সকল অর্জন মেসির ঝুলিতে রয়েছে।
ফুটবলের এই জাদুকর গত ২৪ জুন (সোমবার) ৩৮ বছরে পা দিয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ফ্যানদের ন্যায় লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সবাইকে চমকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফা বাংলায় মেসিকে জন্মদিনের বার্তা জানায় এবং Instagram এ বাংলা গানের সাথে মেসির ভিডিও আপলোড করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসির ৩৭ তম জন্মদিন বিশেষভাবে উদযাপন করেছেন তার সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তসমর্থকরা। এই দৌড় থেকে বাদ যায়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফাও।
২৪ তারিখ একটু বিশেষভাবে মেসির জন্মদিন উদযাপন করে, তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে মেসিকে নিয়ে কয়েকটি জন্মদিনের বার্তা পোস্ট করেন। তবে তার মধ্য থেকে একটি পোস্ট বাংলাদেশ ও ইন্ডিয়ার সমর্থকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ইনস্টাগ্রামে ফিফা তাদের অফিসিয়াল একাউন্টের মাধ্যমে মেসিকে বাংলা ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বকাপে মেসির অনবদ্য পারফরম্যান্সের ভিডিও ক্লিপের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি বাংলা গান। এবং ক্যাপশনে বাংলায় লিখেছেন “ভালোবাসার এই দিনে শুভকামনা আমাদের মেসির সাথে” যা বাংলাভাষী ফুটবল সমর্থকদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে।
বর্তমানে পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে মেসির ভক্তসমর্থক। তার মধ্য থেকে বাংলা ভাষাভাষী অনেক ভক্তসমর্থক রয়েছে। সেই সকল সমর্থকদের কথা চিন্তা করে ফিফা বাংলা ভাষায় মেসিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২০২২ বিশ্বকাপের পরে আর্জেন্টিনার সাথে বাংলা ভাষাভাষী ভক্তসমর্থকদের মধ্যে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আশা করা যায় ফিফা (FIFA) এই সকল ভক্ত সমর্থকদের খুশি করার উদ্দেশ্যে মেসির জন্মদিনে বাংলায় ক্যাপশন দিয়ে এবং বাংলা গান ব্যবহার করে শুভেচ্ছা জানিয়েছে।
বর্তমানে কোপা আমেরিকা খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন আর্জেন্টিনা দল এবং মেসি। কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের টুর্নামেন্ট শুরু করেছে দারুন অবস্থায়। সর্বশেষ ইনজুরি কাটিয়ে দলে ফেরা ৩৮ বছরের মেসি পারফরম্যান্স করে চলেছে তরুণদের সাথে তাল মিলিয়ে।
দলের সাথে সোমবার (২৪ জুন) জন্মদিন পালন করেছে মেসির সতীর্থরা। প্রথম ম্যাচে কানাডার সাথে ২-০ গোলে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সুপার ৮ নিশ্চিত করে ফেলেছে এই আসরের ফেভারিট আর্জেন্টিনা।
৩০ ই জুন সকাল ৬ ঘটিকায় পেরুর বিপক্ষে কোপা আমেরিকার গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য এবং শুভকামনা রইল লিওনের মেসির জন্য। খেলার খবর এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই হে কিংবদন্তি।