শুরু হয়ে গেছে ফুটবল ফ্যানদের আনন্দের মৌসুম। ইতিমধ্যে কোপা আমেরিকা ও ইউরো কাপের আসর শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হল এই খেলাগুলো আমরা ফ্রিতে মোবাইল ফোনে দেখতে পারিনা। এই লেখাটিতে সেরা কয়েকটি ফুটবল খেলা দেখার অ্যাপস ও ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হবে।
আপনারা যারা ফুটবল খেলা দেখা নিয়ে খুবই ভোগান্তি পোহাচ্ছিলেন, তাদের জন্য এই লেখাটি স্বস্থির। এই লেখাটিতে আমরা এমন কয়েকটি ওয়েবসাইট এবং অ্যাপস সম্পর্কে আলোচনা করব যেইগুলো ব্যবহার করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে যেকোনো ফুটবল ম্যাচ পাশাপাশি ক্রিকেট খেলা ও উপভোগ করতে পারবেন।
ফুটবল খেলা দেখার অ্যাপস ও ওয়েবসাইট
ফুটবল খেলা দেখার সেরা অ্যাপস গুলোর মধ্যে বর্তমানে Krira TV, Sportzfy TV ও HD Streamz সবথেকে জনপ্রিয়। এবং ওয়েবসাইট গুলোর মধ্যে Yalla shoot, Yacinetv ও Koora live সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট।
এছাড়াও আরো অনেক ধরনের অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা সরাসরি লাইভ ফুটবল খেলা উপভোগ করতে পারবেন। ওইগুলো সম্পর্কে আমরা এই লেখাটির শেষের দিকে আলোচনা করব। এবার চলুন উপরে আলোচিত সেরা এপস এবং ওয়েবসাইটগুলোর সম্পর্কে জেনে নেই।
১.Krira TV
বিজ্ঞাপন মুক্ত এবং সম্পূর্ণ ক্লিয়ার ভাবে ফুটবল খেলা উপভোগ করতে চাইলে আপনার জন্য Krira TV বেস্ট অপশন। Krira TV অ্যাপস এর সাহায্যে আপনারা যেকোনো ধরনের ইভেন্টের ফুটবল খেলার লাইভ সম্প্রচার দেখতে পারবেন।
Krira TV অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না। একটি ডাউনলোড করতে হলে গুগলে গিয়ে Krira TV লিখে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। Krira TV অ্যাপসের মাধ্যমে খেলা উপভোগ করার জন্য SS player নামক একটি অ্যাপস এর প্রয়োজন হবে। এটি আপনারা গুগল প্লে-স্টোরে পেয়ে যাবেন।
২.Sportzfy TV
সাধারণত ক্রিকেট খেলার লাইভ সম্প্রচারের জন্য সব থেকে জনপ্রিয় Sportzfy TV অ্যাপসটি। তবে বর্তমানে এই অ্যাপসে ক্রিকেট খেলার পাশাপাশি সকল ধরনের ফুটবল খেলা সরাসরি সম্প্রচার করে। যা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ও বিজ্ঞাপন মুক্ত ভাবে উপভোগ করতে পারবেন।
একই পদ্ধতিতে google এ সার্চ করে Sportzfy TV অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তবে এই অ্যাপ্লিকেশনটি থেকে ফুটবল খেলা উপভোগ করতে হলে অবশ্যই আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকতে হবে।
৩.HD Streamz
ম্যাজিক্যাল এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা সকল ধরনের খেলা উপভোগ করতে পারবেন। HD Streamz অ্যাপসে সাধারণত দেশি এবং বিদেশি শত শত টিভি চ্যানেল রয়েছে। যেই চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচার আপনারা মোবাইলের মাধ্যমে HD Streamz অ্যাপস ব্যবহার করে উপভোগ করতে পারেন।
একই পদ্ধতিতে google থেকে HD Streamz মোবাইল অ্যাপস-টি ডাউনলোড করতে হবে। এটিকে আপনারা প্লে স্টোরে খুঁজে পাবেন না। তবে অনেক সময় HD Streamz অ্যাপসটিতে “সার্ভার ইরর” সমস্যার কারনে খেলা দেখতে ব্যাঘাত হতে পারে।
৪.Yalla shoot
আপনি যদি অ্যাপসের ঝামেলা থেকে মুক্তি নিয়ে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে ফুটবল খেলার যেকোন আসরের ম্যাচ উপভোগ করতে চান তাহলে আপনার জন্য সেরা হলো Yalla shoot ওয়েব সাইটটি। এটিতে সকল ধরনের ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়।
খেলা শুরু হওয়ার টাইমে গুগলে গিয়ে Yalla shoot লিখে সার্চ করবেন। এরপরে উপরে শো করা সর্বপ্রথম ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা লাইভ ম্যাচগুলো দেখতে পাবেন। এরপরে আপনি যেই ম্যাচটি দেখতে চান তার উপরে ক্লিক করে নিচের দিকে চলে গেলে সরাসরি খেলা সম্প্রচার দেখতে পাবেন।
৫.Yacinetv
মজার বিষয় হল Yacinetv একটি অ্যাপস এবং ওয়েবসাইট। আপনারা গুগলে গিয়ে Yacinetv লিখে সার্চ করলে সর্বপ্রথম ওয়েবসাইটে প্রবেশ করে Yacinetv অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনারা Yacinetv ওয়েবসাইট থেকে সরাসরি ফুটবল ম্যাচ উপভোগ করুন।
সরাসরি ওয়েবসাইট থেকে ফুটবল ম্যাচ দেখার জন্য গুগলে গিয়ে Yacinetv লিখে সার্চ করে ২-৩ নাম্বার পজিশনে আসা ওয়েবসাইট (yacine- -app. Live এই ধরনের নাম থাকবে) এর মধ্যে প্রবেশ করে উপরে দেখানো পদ্ধতিতে সকল ফুটবল খেলা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন।
৬.Koora live
সাধারণত সরাসরি ফুটবল ম্যাচ সম্প্রচার করা ওয়েবসাইট গুলো ডিজাইন ও ক্যাটাগরি এক হয়ে থাকে। উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা গুগলে Koora live লিখে সার্চ করে, এর ওয়েবসাইটে প্রবেশ করে যেকোনো ধরনের ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন।
আপনি যদি ফুটবল খেলা দেখার সেরা ওয়েবসাইট গুলো খুজে থাকেন তাহলে আমি Koora live ওয়েবসাইটটি সাজেস্ট করব। এখানে ঝামেলা বিহীন আপনারা যেকোনো ধরনের ফুটবল খেলা সরাসরি দেখতে পারবেন।
প্রিয় পাঠক, বর্তমানে ফুটবল খেলা দেখার অ্যাপস ও ওয়েবসাইট গুলোর মধ্যে থেকে সেরা ৩টি অ্যাপস এবং ৩টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবার চলুন আরো কয়েকটি সরাসরি খেলা দেখার মাধ্যম সম্পর্কে জেনে নেই।
সরাসরি খেলা দেখার পদ্ধতি
আপনারা কয়েকটি পদ্ধতিতে সরাসরি ফুটবল খেলা উপভোগ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিচে জনপ্রিয় কিছু অ্যাপস এবং ওয়েবসাইট এর নাম দিয়ে দিচ্ছি। গুগলে সার্চ করে এগুলো থেকে সরাসরি ফুটবল খেলা সম্প্রচার উপভোগ করতে পারেন।
সরাসরি খেলা দেখার অ্যাপস
- GHD Sports
- Yacine Tv Apps
- Live Football Tv HD
- Koko Football (IOS)
- Rapid Streamz
- Soccery Tv
সরাসরি খেলা দেখার ওয়েবসাইট
- Golato,tv
- Beinmatch1,com
- HD44,com
- Goalarab,com
- Asgoal,com
- Foot4live,com
- Egylive,online
- FootEm,site
- Sportsplus,live,site
- Sportstrack,live
- Amzfootball,com
- Epicsports,me
- Totalsportek,pro
- Livesports808,com
- Bingsports,com
- Sportsfeed24,com
লক্ষণীয়ঃ সার্চ করার সময় কমা (,) চিহ্নের জায়গায় ডট (.) ব্যবহার করবেন।
খেলার হাইলাইটস দেখার ওয়েবসাইট
কোন কারনে খেলা দেখা মিস হয়ে গেলে পরবর্তীতে আপনারা নিচে দেওয়া ওয়েবসাইট গুলোর মাধ্যমে উক্ত খেলার হাইলাইটস দেখতে পারবেন।
- Footyfull,com
- Hoofoot,com
- Youtube,com
একই পদ্ধতিতে সার্চ করার সময় কমা (,) চিহ্নের জায়গায় ডট (.) ব্যবহার করবেন। এখানে youtube অ্যাড করার কারণ, যেকোনো ধরনের খেলার হাইলাইট ইউটিউবে আপলোড করা হয়। তাই আপনারা একটু কষ্ট করে ম্যাচের নাম লিখে youtube এ সার্চ করলে হাইলাইট পেয়ে যাবেন।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি ফুটবল খেলা দেখার অ্যাপস ও ওয়েবসাইট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। উপরে উল্লেখিত অ্যাপস গুলো কিংবা ওয়েবসাইটগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
খেলাধুলা সম্পর্কিত যেকোনো তথ্য জানার থাকলে আমাদের জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোন লেখার মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।