ফুটবলে চালু হচ্ছে গোলাপি কার্ড এর ব্যবহার। সাধারণত ফুটবলে লাল কার্ড এবং হলুদ কার্ডের সাথে সকলেই পরিচিত। কিন্তু সামনের কোপা আমেরিকাকে কেন্দ্র করে ফুটবলের নিয়মে কিছুটা সংশোধন করা হয়েছে। যার মধ্য থেকে যুক্ত হতে যাচ্ছে গোলাপি রঙের কার্ড।
তবে এই কার্ড সব জায়গায় ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র কোপা আমেরিকায় ব্যবহার করা হবে। এই কার্ডটির ব্যবহার সুবিধা দেবে সব দলগুলোকে। লাল কার্ড এবং হলুদ কার্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে রেফারি গোলাপী কার্ড ব্যবহার করতে পারবে।
ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (IFB) নতুন কার্ড ব্যবহারের অনুমোদন দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে লিওনেল মেসি এবং ভিনেসিয়াস জুনিয়রদের ম্যাচে দেখা যাবে এই গোলাপি কার্ড এর ব্যবহার। চলুন জেনে নেই গোলাপি কার্ডের কার্যকারিতা সম্পর্কে।
ফুটবলের একাল সেকাল!
সময় যত পেরোচ্ছে দুনিয়া তত আধুনিক হচ্ছে। সেই সাথে যুক্ত হচ্ছে নিয়ম কানুনে অনেক পরিবর্তন। কিছু পরিবর্তন খেলার রং হারাচ্ছে আবার কিছু পরিবর্তন খেলার আকর্ষণ আরো বাড়িয়ে তুলছে। এটা শুধুমাত্র ক্রিকেট এবং ফুটবলে সীমাবদ্ধ নয়, সবকিছুতে এভাবেই চলছে পৃথিবী।
সময়ের সাথে সাথে ফুটবলেও এসেছে অনেক ধরনের পরিবর্তন। বর্তমান ফুটবল বিশ্বে ২টি কার্ড সবথেকে পরিচিত, একটি হলুদ কার্ড এবং অন্যটি লাল কার্ড। সাধারণ ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয় এবং বড় ফাউলের জন্য লাল কার্ড দেখানো হয়। সময়ের সাথে সাথে যুক্ত হয় সাদা কার্ড।
তবে এটা শুধু ব্যবহার করা হতো ফেয়ার প্লে এর অংশ হিসেবে। যখন কেউ খেলার সৌন্দর্য তুলে ধরবে তখন তাকে সাদা কার্ড দেওয়া হবে। যেমন – কোন খেলোয়াড় যদি মাটিতে লুটিয়ে পড়ে তখন প্রতিপক্ষ দলের কেউ এসে তাকে সাহায্য করলে ফেয়ার প্লে এর অংশ হিসেবে দেওয়া হবে সাদা কার্ড।
এর মধ্যে গুঞ্জন উঠেছিল নীল কার্ড নিয়েও। যদি কেন খেলোয়াড় খেলা চলাকালীন সময়ে বাজেভাবে ফাউল করে অথবা বিবাদে জড়িয়ে পড়ে তখন রেফারির কাছে যদি মনে হয় লাল কার্ড না দিলেও চলে, তখন ওই খেলোয়ারকে নীল কার্ড প্রদর্শন করতে পারে।
নীল কার্ড প্রদর্শন করা ওই খেলোয়াড়কে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। ১০ মিনিট পরে সে আবার মাঠে ফিরে আসতে পারবে। যদিও এই নিয়ম ফুটবলে প্রচারণের অনুমতি দেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
অনেকের মতে যদি নীল কার্ড এর প্রচলন শুরু হয় তাহলে ফুটবল তার সৌন্দর্য হারাবে। এতে ম্যাচের আনন্দ কমে যাবে। যার কারণে বর্তমানে ফুটবল ম্যাচে নীল কার্ডের ব্যবহার বন্ধ রয়েছে। জানতে পারেন – বিশ্বের সেরা ফুটবলার কে?
ফুটবলে গোলাপি কার্ড এর কাজ?
এবার থেকে ফুটবল বিশ্বে দেখা যাবে গোলাপি কার্ড এর ব্যবহার। যদিও ফুটবলে সব জায়গায় দেখা যাবে কিনা এ নিয়ে আলোচনা করা হয়নি, তবে আসন্ন কোপা আমেরিকায় গোলাপি কার্ড এর ব্যবহার চালু হবে।
বর্তমান সময়ে একটি দল ম্যাচের মধ্যে মোট ৫ জন খেলোয়ার পরিবর্তন করতে পারে। তবে গোলাপি কার্ড এর বদৌলতে সংখ্যাটা আরো বৃদ্ধি পেয়ে ৬ হবে। যদি কোন খেলোয়াড় মাথায় আঘাত পায় এবং কনকাশন সাবস্টিটিউট হিসেবে তাকে উঠিয়ে নেওয়া হয়, সেই সময়ে যদি কোটা পূর্ণ হয়ে যায় তখন ৬ নাম্বার খেলোয়াড় বদলি হিসেবে মাঠে নামতে পারবে।
খেলোয়াড়কে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে চতুর্থ অফিসিয়াল বা রেফারি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে গোলাপি কার্ড প্রদর্শন করতে পারবে। তখন তার বদলি হিসেবে মাঠে নামতে পারবে আরো একজন খেলোয়াড়। যেই খেলোয়াড় এই সুবিধা বা সমস্যা নিয়ে মাঠ ছাড়বেন তিনি পুনরায় ওই ম্যাচে মাঠে ফেরত আসতে পারবেন না।
ফুটবলারদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এরকম সিদ্ধান্তে উপনীত হয়েছে কনমিবল। দু’দলের মধ্যে ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোপা আমেরিকার এবারের আসরে গোলাপি কার্ড ব্যবহার দেখার অপেক্ষায় ফুটবল দর্শকরা।