বর্তমান বিশ্বে ফুটবল একটি জনপ্রিয় খেলা। ফুটবল মানুষের আবেগ, ফুটবল মানুষের ভালোবাসা। ফুটবল প্রেমীদের মাঝে ফুটবল খেলা নিয়ে সব সময় তর্কবিতর্ক লেগেই থাকে। বর্তমানে এই সকল তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে বিশ্বের সেরা ফুটবলার কে এই প্রসঙ্গটি।
একেক জনার ক্ষেত্রে হয়তো বা এই প্রশ্নের উত্তর ভিন্ন হবে। কেননা যে যার পছন্দের ফুটবলারকে সবসময় এগিয়ে রাখতে চাইবে। তবে সকল ইতিহাস ও ফুটবল বিষয়ক সকল গণমাধ্যম এবং নির্বাচকদের মতামত অনুযায়ী বর্তমান বিশ্বের সেরা ফুটবলারের তালিকা প্রকাশ করা হলো।
বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কে
বর্তমান বিশ্বের এবং সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ধরা হয় Lionel Andrés Messi কে। তিনি একজন আর্জেন্টিয়ান ফুটবল খেলোয়াড়। গত ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে লিওনেল মেসিকে সর্বকালের সেরা এবং বর্তমান বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়।
তবে বর্তমান বিশ্ব সেরা ফুটবলার হিসেবে তালিকা করতে গেলে লিওনেল মেসির পরে এগিয়ে থাকবেন বর্তমানের জনপ্রিয় আরেকজন ফুটবলস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর অসাধারন ফুটবল দক্ষতা এবং গোল করার এবিলিটি দিয়ে তিনি ২য় স্থানে জায়গা করে নিয়েছেন।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (FIFA) এর ঘোষণা অনুযায়ী, সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টাইন জীবন্ত কিংবদন্তী লিওনেল আন্দ্রেস মেসি। ফুটবলে এমন কোন অর্জন নেই যেটা মেসির ঝুলিতে নেই।
ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে, চ্যাম্পিয়নস লিগ, ৮ বার বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অফ দ্যা ইয়ার, ৮টি ব্যালন ডি’অর, ১টি কোপা আমেরিকা কাপ, ১টি অলিম্পিক গোল্ডেন মেডেল, ১টি বিশ্বকাপসহ ফুটবলের সকল অর্জন তার ঝুলিতে রয়েছে।
সর্বকালের সেরা ফুটবলার কে
২০২২ বিশ্বকাপের পরে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (FIFA) সর্বকালের সেরা ফুটবলার হিসেবে Lionel Andrés Messi এর নাম ঘোষণা করে। ফুটবলের সকল অর্জন এবং অসাধারণ ফুটবল দক্ষতার কারণে, তিনি সর্বকালের সেরা ফুটবলার হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও এর আগে সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় প্রথমে ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলে (pele), এবং দ্বিতীয়তে ছিল আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা (Diego Maradona)। ফিফার ভোটিং সিস্টেম এর মাধ্যমে গত শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ডিয়াগো ম্যারাডোনা এবং পেলে।
একই সময় দুজনই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়। ফিফা নির্ধারিত সাংবাদিক, কোচ এবং বিচারকদের ভোটে পেলে সর্বকালের সেরা ফুটবলার নির্বাচিত হয়। এবং বিপরীত দিকে জনসাধারণের ভোটে ডিয়াগো ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার নির্বাচিত হয়।
বর্তমান সময়ে, জনপ্রিয়তার দিক থেকে এবং অসাধারণ ফুটবল দক্ষতার কারণে পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা একজন ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। চলুন সর্বকালের সেরা ৪ জন ফুটবল প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেইঃ
১. লিওনেল মেসি
সমগ্র বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে আছে লিওনেল মেসির ভক্তসমর্থক। লিওনেল মেসি কখনোই নিজেকে সর্বকালের সেরা হিসেবে দাবি করে না। কিন্তু তার যত রেকর্ড এবং ফুটবল প্রতিভা ও দর্শকদের মতামতের ভিত্তিতে বর্তমান সময়ের এবং সর্বকালের সেরা ফুটবলার তিনি।
লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলের আক্রমণ ভাগের ফুটবলার হিসেবে খেলেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দল এবং ক্লাব পর্যায়ের একজন সফল প্লেয়ার। তার অসাধারণ বল নিয়ন্ত্রণ, গোল করার ক্ষমতা, পাসিং দক্ষতা, ড্রিবলিং এবং সৃজনশীলতার জন্য তিনি বিশ্ব বিখ্যাত।
রিলেটেড আর্টিকেলঃ আর্জেন্টিনার খেলা কবে জেনে নিন।
তিনি ২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। এবং বর্তমানে তিনি জাতীয় দলের পাশাপাশি আমেরিকান সকার ক্লাব “ইন্টার মায়ামির” হয়ে মাঠ মাতিয়ে বেড়ান। ইতিমধ্যে তিনি ফুটবলের অনেক রেকর্ড এবং সকল অর্জন ছুয়ে ফেলেছেন।
তার উল্লেখযোগ্য অর্জন গুলোর মধ্যেঃ
- ১টি বিশ্বকাপ (২০২২)
- ১টি কোপা আমেরিকা (২০২১)
- ১টি অলিম্পিক গোল্ডেন মেডেল (২০০৮)
- ৮টি ব্যালন ডি’অর (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)
- ৮টি ফিফা বর্ষসেরা ম্যান্স প্লেয়ার আওয়ার্ড (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২২, ২০২৩)
- ২৩ বারের সেরা গোল স্কোরার।
- ৩টি ইউফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড (২০০৯, ২০১১, ২০১৫)
- ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন বুট বিজয়ী (২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯)
- ৪ বার ইওফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী (২০০৫-৬, ২০০৮-৯, ২০১০-১১, ২০১৪-১৫)
- ৩ বার ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী (২০০৯, ২০১১, ২০১৫)
- অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ বিজয়ী (২০০৫)
- ১টি ফ্রান্স চ্যাম্পিয়ন কাপ (২০২২-২৩)
- ৮টি স্প্যানিশ সুপার কাপ উইনার।
- ১টি লিগ কাপ উইনার (ইন্টার মায়ামি – ২০২৩)
- ১টি CONMEBOL-UEFA চ্যাম্পিয়ন্স কাপ উইনার (২০২১-২২)
- ১০ বার বছরের সেরা খেলোয়াড়।
- ১০ বার স্পেনিশ চ্যাম্পিয়ন।
- ২ বার ফ্রান্স চ্যাম্পিয়ন।
- ৭ বার স্প্যানিশ কাপ উইনার।
এছাড়াও লিওনেল আন্ড্রেস মেসির ঝুড়িতে রয়েছে ফুটবলের আরো অনেক অর্জন। উপরে উল্লেখিত সকল তথ্য উইকিপিডিয়া এবং ট্রান্সফার মার্কেট থেকে নেয়া।
২. পেলে
ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি এক সময় বিশ্বসেরা ফুটবলার ছিল। তিনি ব্রাজিলের হয়ে ১৯৫৭ সালে তার ফুটবল ক্যারিয়ার শুরু করে। ব্রাজিল জাতীয় দলের একজন আক্রমণ ভাগের ফুটবলার ছিলেন তিনি। তিনি ব্রাজিল দলের সর্বকালের সেরা গোলদাতা।
এবং ব্রাজিলের হয়ে পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে বিশ্বকাপ জয় করেন। জাতীয় দলের হয়ে পেলে ৯২ ম্যাচে মোট ৭৭টি গোল করেছিলেন তিনি। এছাড়াও ফুটবলে তার অনেক অর্জন রয়েছে। ওই সময়ে পৃথিবীর কাছে ফুটবলকে পরিচিত করানোর ক্ষেত্রে পেলের ভূমিকা অনেক।
১৯৭১ সালে তিনি ফুটবল খেলা থেকে অবসর ঘোষণা করেন। পরবর্তীতে অনেক বছর ব্রাজিলের ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৮২ বছর বয়সে, ২৯ ডিসেম্বর ২০২২ সালে মৃত্যুবরণ করেন।
৩. ডিয়াগো ম্যারাডোনা
এশিয়ার মানুষের কাছে ফুটবল জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হলো ডিয়াগো ম্যারাডোনা। ১৯৮৬ সালের পরে পুরো পৃথিবীতে ডিয়াগো ম্যারাডোনার ভক্তসমর্থক বাড়তে থাকে। ডিয়াগো ম্যারাডোনা ১৯৭৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন।
ডিয়াগো ম্যারাডোনাকে “শতাব্দীর সেরা গোল” এবং “ফুটবল ঈশ্বর” বলা হয়ে থাকে। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের একজন মধ্যভাগের খেলোয়াড় ছিলেন। ১৯৯৪ সালে অবসরের পরে ডিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনা জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৮৬ ফিফা বিশ্বকাপ জয় লাভ করেন। তার অসাধারণ বল পাসিং দক্ষতা ও গোল করার এবিলিটির কারণে বিখ্যাত ছিলেন। তিনি তার ক্যারিয়ারে মোট ৩৪৫টি গোল করেছেন। ২০২০ সালের নভেম্বর মাসের ২৫ তারিখ ডিয়াগো ম্যারাডোনা মৃত্যুবরণ করেন।
৪. ক্রিস্টিয়ানো রোনালদো
তর্ক সাপেক্ষে রোনালদো ভক্তরা তাকে বর্তমানের সেরা ফুটবলার হিসেবে বলে থাকে। পর্তুগালের এই সুপারস্টার তার ফুটবল ক্যারিয়ারে অনেক কিছু অর্জন করেছেন। তার অসাধারণ ফুটবল দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য ফ্যানদের কাছে অধিক জনপ্রিয়তা পেয়েছেন।
রিলেটেড আর্টিকেলঃ বাংলাদেশ ফুটবল খেলার সময় সূচি।
সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার উপরে। এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা গোল স্কোরার বলা হয়। তিনি তার ক্যারিয়ারে সর্বমোট ৮৫০+টি গোল করেছেন। ২০০৩ সালে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ার শুরু হয়।
তার উল্লেখযোগ্য অর্জন গুলোর মধ্যেঃ
- ৪ বার ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী (২০০৮, ২০১৪, ২০১৬, ২০১৭)
- ৫ বার ব্যালন ডি’অর বিজয়ী (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)
- ৩ টি ফিফা বর্ষসেরা ম্যান্স প্লেয়ার আওয়ার্ড (২০০৮, ২০১৬, ২০১৭)
- ৫ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী
- ১ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বিজয়ী (২০১৬)
- ৪ টি ইউরোপিয়ান গোল্ডেন বুট বিজয়ী (২০০৭-৮, ২০১০-১১, ২০১৩-১৪, ২০১৪-১৫)
- ১৯ বার টপ গোল স্কোরার।
- ১ একবার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড (২০০৯)
- ১৩ বার ফুটবলার অফ দা ইয়ার।
- ২ বার ইতালিয়ান চ্যাম্পিয়ন (২০১৮-১৯, ২০১৯-২০)
- ২ বার স্পেনিস চ্যাম্পিয়ন (২০১১-১২, ২০১৬-১৭)
এগুলো ব্যতীত ক্রিস্টিয়ানো রোনালদোর ঝুলিতে রয়েছে আরো অনেক অর্জন। উপরে উল্লেখিত সকল তথ্যগুলো উইকিপিডিয়া এবং ট্রান্সফার মার্কেট থেকে নেয়া।
উপসংহার
সম্মানিত পাঠকবৃন্দ, উপরে আমরা বর্তমানে সেরা খেলোয়াড় এবং বিশ্বসেরা ফুটবলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আলোচনার তথ্যগুলো গুগল এবং ফুটবলের বিশ্বস্ত মাধ্যমগুলোর থেকে নেওয়া।
বিশ্বের সেরা ফুটবলার কে এটি একটি ভিন্ন ধর্মী প্রশ্ন। একেকজনের কাছে এই প্রশ্নের উত্তর আলাদা রকম হবে। কেননা সবাই তার পছন্দের ফুটবলারকে এগিয়ে রাখবে। তবে এই আর্টিকেলে ফুটবল খেলোয়ারদের অর্জন এবং তাদের খেলার ধরন অনুযায়ী লিস্ট করা হয়েছে।
FAQs
পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবলার কে?
বর্তমানে পৃথিবীর সেরা খেলোয়াড় বলা হয় আর্জেন্টিনা জাতীয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড় লিওনেল মেসিকে।
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার হিসেবে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ধরা হয়।
1 Comment
Siuuuuuuuuuuu is the best