ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সময়। ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশে ফুটবল নিয়েও দর্শকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ করা যায়। তাই নতুন বছরের (২০২৪) বাংলাদেশ ফুটবল খেলার সময় সূচি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।
ফুটবল হলো আবেগ, ফুটবল ভুলিয়ে দেয় সকল ভেদাভেদ। বাংলাদেশের মানুষ কতটা ফুটবল পছন্দ করে তা বিশ্বকাপ আসলেই দেখা যায়। ২০২২ সালের বিশ্বকাপের পরে বাংলাদেশের ফুটবল নতুন মোর নিয়েছে। ইদানিং বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে।
বাংলাদেশ ফুটবল টিম শৈল্পিক খেলা প্রদানের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ২০২৬ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর জন্য ২০২৪ সালে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলবে। চলুন জেনে নেই উক্ত ম্যাচ সমূহের ফিচার ও সময়সূচী সম্পর্কে।
বাংলাদেশ ফুটবল খেলার সময় সূচি
২০২৪ সালে বাংলাদেশ ফুটবল দলের FIFA World Cup qualification এর মোট ৪টি ম্যাচ রয়েছে। ম্যাচগুলো যথাক্রমে ফিলিস্তিন, লেবানন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে দেখা যাবে প্রিয় দল বাংলাদেশকে। যার মধ্যে থেকে ২টি ম্যাচ বাংলাদেশ ঘরের মাঠে খেলবে এবং বাকি দুটি ম্যাচ সফরকারী দল হিসেবে খেলবে।
এই নিয়ে ২য় বার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের খেলার যোগ্যতা অর্জন করেছে। ২০২৩ সালে তথা গত বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দল শক্তিশালী মালদ্বীপকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে দক্ষিণ এশিয়ার ‘আই’ গ্রুপে অবস্থান করে।
২০২৬ বিশ্বকাপের ২য় কোয়ালিফায়ার এর ২টি ম্যাচ ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। ম্যাচগুলো যথাক্রমে ২০২৩ সালের নভেম্বর মাসের ১৬ তারিখ এবং নভেম্বর মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হয়। যার মধ্যে প্রথম ম্যাচ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া এর বিপক্ষে।
উক্ত ম্যাচটি বাংলাদেশ জাতীয় ফুটবল দল ৭-০ গোলে পরাজিত হয়। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাঠে নামে লেবাননের বিপক্ষে। ওই ম্যাচটি ১-১ গোলে সমতা রাখে বাংলাদেশ। উক্ত ম্যাচে বাংলাদেশের হয়ে Shekh Morsalin (#7 Midfielder) গুরুত্বপূর্ণ গোলটি করেন।
২০২৪ সালে বাংলাদেশ ফুটবল খেলা কবে
২০২৪ সালে বাংলাদেশ ফুটবল খেলা যথাক্রমে ২২ মার্চ, ২৬ মার্চ, ০৬ জুন ও ১১ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল উক্ত ম্যাচগুলো খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন এর বিপক্ষে। চলুন ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নেই।
প্রতিপক্ষ | তারিখ | সময় | ভেন্যু |
---|---|---|---|
ফিলিস্তিন | ২২ মার্চ, ২০২৪ | 12:31 AM | Jaber Al-Ahmad International Stadium |
ফিলিস্তিন | ২৬ মার্চ, ২০২৪ | 3:30 PM | Bashundhara Kings Arena |
অস্ট্রেলিয়া | ০৬ জুন, ২০২৪ | 4:45 PM | Bashundhara Kings Arena |
লেবানন | ১১ জুন, ২০২৪ | 10:00 PM | Jassim Bin Hamad Stadium |
এছাড়াও ২০২৪ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ৩টি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। তবে এই সকল প্রীতি ম্যাচের তারিখ ও সময় এখন পর্যন্ত নির্ধারণ করেনি বর্তমান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
ফুটবল টিম হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনেকটা পিছিয়ে রয়েছে বিশ্বমঞ্চে। তবে ধীরে ধীরে বাংলাদেশী দর্শকদের মন জয় করার পাশাপাশি পয়েন্ট টেবিলেও অনেকটা এগিয়ে যাচ্ছে। আমাদের উচিত বাংলাদেশ ফুটবলকে সমর্থন দেয়া। সবাইকে বাংলাদেশ ফুটবল ম্যাচ গুলো দেখার আমন্ত্রণ রইল।
সম্পর্কিত তথ্যঃ আর্জেন্টিনার খেলা কবে জেনে নিন।
ওয়াল্ড কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পয়েন্ট টেবিলের অবস্থা
২০২৩ সালের ওই দুটি ম্যাচের পরে, ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর আরো ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলো ছিল ফিলিস্তিন এর বিপক্ষে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ২২ মার্চ, ২০২৪ সালের বাংলাদেশ সময় অনুযায়ী 12:31 AM -এ।
ম্যাচটি কাতারের Jaber Al-Ahmad International Stadium-এ অনুষ্ঠিত হয়। দুঃখজনকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিলিস্তিন এর কাছে ৫-০ গোলে পরাজিত হয়। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর দ্বিতীয় ম্যাচটিও অনুষ্ঠিত হয় ফিলিস্তিনের বিপক্ষে।
২৬ মার্চ, ২০২৪ সালে বাংলাদেশ টাইম অনুযায়ী 3:30 PM এর সময়ে বাংলাদেশের ঘরের মাঠে Bashundhara Kings Arena-এ এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুঃখজনকভাবে ফিলিস্তিনের কাছে বাংলাদেশ জাতীয় দল ১-০ গোলে পরাজয় বরণ করে।
এই আর্টিকেল পাবলিশ করার আগে পর্যন্ত (১৩ মে, ২০২৪) বাংলাদেশ জাতীয় ফুটবল দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এশিয়ার গ্রুপ ‘আই’ এ অবস্থান করছে টেবিলের তলানিতে। যেখানে বাংলাদেশ মোট ৪টি ম্যাচ খেলে ৩টি ম্যাচ হেরেছে এবং ১টি ম্যাচ ড্র করেছে।
যার ফলে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ০১। এবং গ্রুপের পয়েন্ট টেবিলের সবার উপরে আছে অস্ট্রেলিয়া। যারা ৪টি ম্যাচের মধ্যে সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের উপরে রাজত্ব করেছে। আপনাদের সুবিধার্থে নিচে পয়েন্ট টেবিলের একটি ছবি যুক্ত করা হলো।
এছাড়াও প্রতিনিয়ত এশিয়ার সকল গ্রুপের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলের আপডেট ESPN FOOTBALL থেকে দেখে নিতে পারেন।
উপসংহার
সম্মানিত পাঠকবৃন্দ, এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ ফুটবল খেলার সময় সূচি নিয়ে আমাদের আর্টিকেলটি। তবে ফিফার নিয়ম অনুযায়ী যেকোনো সময় ফুটবল ম্যাচ গুলোর সময়সূচি পরিবর্তন হতে পারে। সকল ধরনের আপডেট তথ্য আমাদের ওয়েবসাইট থেকে জানানো হবে।