ফুটবল দুনিয়ায় আর্জেন্টিনা একটি পরিচিত নাম। বিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থক। একই ধারায় বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে। চলুন পরবর্তীতে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার খেলা কবে জেনে নেই।
আর্জেন্টিনার খেলা কবে
আগামী Jun মাসের ১০ তারিখ ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর। এবং পরবর্তীতে একই মাসের ১৪ তারিখ Guatemala এর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
সাউথ আমেরিকার দেশ ecuador এর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশী টাইম অনুযায়ী সকাল ৪ টায় (4 AM) এবং ম্যাচটি হবে আমেরিকার Chicago, Illinois এর ৬৬,৯৪৪ জন দর্শক বহন করার ক্ষমতা সম্পন্ন Soldier Field স্টেডিয়ামে।
এবং পরবর্তীতে নর্থ আমেরিকার দেশ Guatemala এর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ তারিখ। (সঠিক সময় এখনো নির্ধারণ করা হয়নি) ম্যাচটি আমেরিকার Maryland শহরের ৬৭,৬১৭ জন দর্শক বহন করার ক্ষমতা সম্পন্ন FedEx Field স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কোপা আমেরিকা গ্রুপ স্টেজ এর ম্যাচের আগে ফুটবল বিশ্বের পরাশক্তি আর্জেন্টিনার Guatemala ও Ecuador এর বিপক্ষে এই দুটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তারপরে শুরু হবে কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপ স্টেজের ম্যাচগুলো।
আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ
২০২৩ সালের নভেম্বর মাসে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচের পরে গত ২৭ মার্চ ২০২৪ আর্জেন্টিনা বনাম কোস্টারিকার ম্যাচের মাধ্যমে শেষ হয় আর্জেন্টিনার সকল ম্যাচ সমূহ। Argentina vs CostaRica ম্যাচটি ৩-১ গোলে আর্জেন্টিনা জয়লাভ করে।
উক্ত ম্যাচ প্রথমে কোস্টারিকার ফরওয়ার্ড Manfred Ugalde (Fw #9) ৩৪ মিনিটে চমৎকার একটি গোলের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে গেলেও, হাফটাইমের পরে ৫২ মিনিটে দুর্দান্ত এক ফ্রী কিকের মাধ্যমে গোল করে Ángel Di María (St #11) আর্জেন্টিনাকে সমতা এনে দেয়।
তার কিছু সময়ের মধ্যে ৫৬ মিনিটের সময় দুর্দান্ত হেডের মাধ্যমে গোল করে Alexis Mac Allister (Mid #20) আর্জেন্টিনাকে লিড এনে দেয়। পরবর্তীতে ৭৭ মিনিটের সময় Rodrigo De Paul এর এসিস্টে Alejandro Garnacho এর বদলি হিসেবে মাঠে নামা Lautaro Martínez দুর্দান্ত এক ফিনিস এর মাধ্যমে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা।
কোপা আমেরিকা ২০২৪-এ আর্জেন্টিনার খেলা
কোপা আমেরিকা ২০২৪ আর্জেন্টিনা গ্রুপ এ (Group A) তে লড়াই করবে প্রতিপক্ষ পেরু, চিলি এবং কানাডার বিপক্ষে। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে কানাডার। Mercedes-Benz স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের ২৪ তারিখ সকাল ৬ ঘটিকার সময়।
পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করবে চিলি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন MetLife স্টেডিয়ামে। জুন মাসের ২৬ তারিখে বাংলাদেশ সময় সকাল ৭ ঘটিকায় ম্যাচটি উপভোগ করতে পারবেন।
এবং গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পেরুর। এই ম্যাচটি আমেরিকার Miami Gardens, Florida শহরের Hard Rock Stadium-এ অনুষ্ঠিত হবে। জুন মাসের ৩০ তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ৬ ঘটিকায় ম্যাচটি উপভোগ করতে পারবেন।
আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচের সময়সূচী ২০২৪
কোপা আমেরিকার ম্যাচ ব্যতীত এই বছর আর্জেন্টিনার আরো অনেকগুলো ম্যাচ রয়েছে। আপনারা চাইলে এগুলো খুব সহজেই গুগল থেকে দেখে নিতে পারেন। গুগলে গিয়ে “Arg vs” লিখে সার্চ করলে আর্জেন্টিনার রিসেন্ট ম্যাচ এবং পরবর্তী ম্যাচগুলো দেখতে পারবেন।
তাছাড়া প্রতিটি ম্যাচের আপডেট সম্পর্কে আমাদের ওয়েবসাইটে জানানো হবে। এই বছরের কোপা আমেরিকা পরবর্তী ম্যাচগুলো সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হল।
ম্যাচ | প্রতিপক্ষ | তারিখ | সময় | স্টেডিয়াম |
---|---|---|---|---|
FIFA World Cup qualification | Chile | 5, Sep, 2024 | অনির্ধারিত | অনির্ধারিত |
FIFA World Cup qualification | Colombia | 10, Sep, 2024 | অনির্ধারিত | Estadio Metropolitano |
FIFA World Cup qualification | Venezuela | 10, Oct, 2024 | অনির্ধারিত | অনির্ধারিত |
FIFA World Cup qualification | Bolivia | 15, Oct, 2024 | অনির্ধারিত | অনির্ধারিত |
FIFA World Cup qualification | Paraguay | 14, Nov, 2024 | অনির্ধারিত | অনির্ধারিত |
FIFA World Cup qualification | Peru | 19, Nov, 2024 | অনির্ধারিত | অনির্ধারিত |
বিশেষ দৃষ্টাব্য: সময় এবং আবহাওয়া অনুযায়ী ম্যাচগুলো যেকোনো সময় পরিবর্তিত কিংবা বাতিল হতে পারে।
শেষকথা
সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আর্জেন্টিনার খেলা কবে এই সম্পর্কে জানতে পেরেছেন। এই আর্টিকেলের সকল তথ্য গুগল থেকে সংগ্রহ করা। গুগলে দেওয়া তথ্য গুলো সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি সম্পর্কে আপনাদের জানানো হলো।
এবারের কোপা আমেরিকায় ফেভারিট আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনার ম্যাচগুলো উপভোগ্য হতে যাচ্ছে। তাছাড়া ফুটবল এর জীবন্ত কিংবদন্তি লিওনেল আন্দ্রেস মেসির সর্বশেষ কোপা আমেরিকা এটি হতে যাচ্ছে। তাই আর্জেন্টিনার কোপা আমেরিকা সফরের সবগুলো ম্যাচ দেখার আমন্ত্রণ রইল।
খেলা সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আমাদের Khalar Kobor – খেলার খবর ওয়েবসাইট থেকে পাবলিশ করা হবে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।