রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে যখন আনন্দ উল্লাসের সাথে দেশে ফিরছেন টাইগাররা। তখন পাওয়া গেল ভিন্ন খবর, দলের সাথে দেশে ফিরছেননা সাকিব আল হাসান। তাই স্বাভাবিক প্রশ্ন এটাই, কেন দলের সাথে সাকিব আল হাসান দেশে ফিরছে না এবং যাচ্ছেন’ই বা কোথায়?
পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর পরে করাচি ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দল দুই ভাগ হয়ে। একভাগ এসেছেন করাচি থেকে দুবাই হয়ে বাংলাদেশে। যারা বাংলাদেশে পৌঁছেছে রাত সাড়ে ১১ টায়। আর অপরভাগ করাচি থেকে দোহা হয়ে আসছেন বাংলাদেশে, তারা পৌঁছেছেন রাত ২:১৫ মিনিটে। তবে সাকিব আল হাসান করাচি ছেড়েছেন দোহা হয়ে আসা সতীর্থদের সাথে, কিন্তু ফিরছেন না তাদের সাথে বাংলাদেশ।
বৈষম্য বিরোধী আন্দোলনের পর ঢাকায় হত্যা মামলা হয় সাকিবের নামে। তাই তিনি সতীর্থদের সাথে দেশে ফিরবেন কিনা এ’নিয়ে ছিল নানা প্রশ্ন ও সংশয়। শত জল্পনা কল্পনার শেষে জানা গেল সতীর্থদের সাথে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। ইংলিশ কাউন্ট্রির একটি ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে, তেমনটাই জানা গেছে।
যদিও সাকিব আল হাসান করাচি থেকে সতীর্থদের সাথে দুবাই অবধি এসেছে কিন্তু সতীর্থরা যখন উঠছে দেশে ফেরার বিমানে তখন তিনি অপেক্ষা করছিলেন লন্ডনের ফ্লাইট এর জন্য। সমারসেটের বিপক্ষে আগামী ৯ সেপ্টেম্বর সারের হয়ে টন্টনের ম্যাচ খেলবেন সাকিব।
জানতে পারেনঃ তবে কি শান্তই বাংলাদেশের সফলতম অধিনায়ক
সামনে ভারত সিরিজ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের সিরিজ। যেখানে অনুষ্ঠিত হবে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলা। বাংলাদেশ ভারত সিরিজে সাকিব আল হাসান থাকছেন নিশ্চিত। সে কারণেই সবার মনে প্রশ্ন একটাই, মাত্র একটি ম্যাচ খেলতে কেনইবা সাকিব যাচ্ছেন ইংল্যান্ডে?
জানা গেছে সারের হয়ে চারটি ম্যাচ খেলার চুক্তি থাকলেও এখন খেলবেন মাত্র একটি ম্যাচ। প্রথমে সাকিবের এই টেস্ট সিরিজ খেলা নিয়ে ছিল সংশয়, তাইতো সারের সাথে চুক্তি হয়েছিল গোটা চারেক ম্যাচ খেলার। কিন্তু যখন সাকিবের টেস্ট সিরিজ নিশ্চিত হয়, বাধ্য হয়েই তাকে ছাড়তে হয় সারের বাকি ম্যাচগুলো।
আসন্ন বাংলাদেশ ভারত সিরিজ যদি যথা সময়ে অনুষ্ঠিত হয় তাহলে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলার টাইগাররা। শুধু সাকিব আল হাসানই দেশে ফিরছেন না এমনটি নয়। দেশে ফিরছেন না কোচিং স্টাফের কয়েকজন সদস্য। ছুটি কাটাতে যাচ্ছেন নিজ নিজ দেশে। দলের সাথে যোগ দেবেন ভারত সিরিজের আগে।
কিন্তু দলের সাথে ঢাকায় ফিরছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প। জানা গেছে তারাও নাকি অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে যাবেন বাংলাদেশে ফেরার পর। ছুটি কাটানোর পর ভারত সফরের আগে যোগ দিবে দলের সাথে। শুধু কোচিং স্টাফরাই ছুটিতে যাচ্ছেন না, ছুটি কাটাবেন প্লেয়াররাও। কিন্তু সামনে ভারত মিশন তাই ৯ সেপ্টেম্বর অনুশীলনে যোগ দিবেন প্লেয়াররা।