ব্লান্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের হেডকোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে অনেক সাফল্য এনে দেন ইংলিশদের। এই কোচকে টেস্টে ভালো সাফল্যের পরে সীমিত ওভারের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী জানুয়ারি থেকে ম্যাককালাম ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে কোচ হিসেবে ইংল্যান্ডের টেস্ট দলের চুক্তি নবায়ন করেন ২০২৭ সাল পর্যন্ত। ব্লেন্ডন লাল বলের সাথে সাদা বলের কোচের দায়িত্ব পালন করার সম্মতি জানিয়েছে। ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেন ২০২২ সালের মে মাসে।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে টেস্ট ক্রিকেট খেলার ধারণা বদলে দেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। তারা দুজন মিলে জুটি বেধে বেশ দাপট তৈরি করেছে ক্রিকেট বিশ্বে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট এর মতো ওয়ানডেতেও দাপট দেখাতে চায়।
এজন্যই লাল বলের পাশাপাশি সাদা বলের দায়িত্ব দেন ম্যাককালামকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ৩০ জুলাই ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছেড়ে দেন মট। তারপর থেকে সাদা বলে ইংল্যান্ডের কোচ শূন্য ছিল। পরে ইংল্যান্ড ম্যাককালামকে তিন ফরম্যাটেরই কোচ বানায়।
জানতে পারেনঃ সিরিজ সেরার পুরো অর্থই রিকশা চালকের পরিবারকে দিয়ে দিল মিরাজ
ম্যাককালাম বলেন, টেস্ট দলের নতুন দায়িত্ব নেওয়ার পর সময়টা দারুন উপভোগ করেছি। তিনি বলেন সাদা বলে আমার দায়িত্ব নতুন চ্যালেঞ্জ, এটা আমি গ্রহণ করতে প্রস্তুত। ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জস বাটলারের সঙ্গে মিলে কাজ করে যেতে আগ্রহী ম্যাককালাম।
চলতি বছরের শেষে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত কোচ মার্কাস ট্রেসকোথিক। কিছুদিন আগের শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে কোচের দায়িত্বে ছিলেন ম্যাককালাম, তারপর কিছুদিনের জন্য ছুটিতে গেছেন তিনি।
ছুটি শেষে তিনি অক্টোবরে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে যোগ দেবেন। ইংলিশরা মনে করেন ম্যাককালাম এর আগ্রাসী মনোভাব তাদের ভবিষ্যৎ ক্রিকেটে অনেক উন্নতি করবে। তার প্রধান এসাইনমেন্ট হবে আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
ম্যাককালাম এর জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯৮১ সালে নিউজিল্যান্ডে। তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২০০৪ সালের ১০ মার্চ হ্যামিল্টনে। তার অভিষেকের পর প্রায় এক যুগ দল থেকে বাদ পড়েনি এবং ইনজুরি ও দমিয়ে রখতে পারেনি। ম্যাককালাম নিউজল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন।
তিনি দলের উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলতেন। তখন তিনি নিউজিল্যান্ডের তিন ফরম্যাটেরই অধিনায়ক ছিলেন। টি-টোয়েন্টিতে দুইবার শতরান করেছেন। ম্যাককালাম ওপেনার হিসেবে খেলতেন নিউজিল্যান্ড দলে। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন বিভিন্ন ঘড়োয়া লিগে খেলে বেড়াতেন।