এই কিছুদিন দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকায় বাংলাদেশ “এ” দলের সফর কিছুদিন পেছানো হয়েছে। আগামী শুক্রবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ “এ” দল। এনামুল হক বিজয় ও তৌহিদ হৃদয়রা এই সফরে ২টি টেস্ট এবং ৩টি ওডিআই ম্যাচ খেলবে।
চলতি আগস্ট মাসের ৬ তারিখে পাকিস্তানে পা রাখার কথা ছিল বাংলাদেশ “এ” দলের। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার কারণে, উদ্বুদ্ধ পরিস্থিতিতে ৬ ঘন্টার জন্য বন্ধ রাখা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
যার কারণে বাংলাদেশ “এ” দলের পাকিস্তান সফর ৪৮ ঘন্টা পেছানো হয়। পরবর্তীতে যা গিয়ে ঠেকলো ৭২ ঘন্টায়। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে। বাংলাদেশকে সহায়তা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে এই সফরের ম্যাচগুলোর সময়সূচী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুরে বিসিবির কার্যালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে বাংলাদেশ “এ” দলের পাকিস্তান সফরের পরবর্তী দিনক্ষণ ও ম্যাচের তারিখ জানান শাহরিয়ার নাফিস। সাবেক বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা শাহরিয়ার নাফিস বলেন
“আজ আমরা অনুশীলন শুরু করেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে নিয়মিত আমাদের যোগাযোগ হচ্ছে। আমাদের ৬ই আগস্ট যাওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা ৯ই আগস্ট উড়াল দিব। ১০ই আগস্ট খেলা শুরু হওয়ার কথা ছিল।
১৩ই আগস্ট খেলা শুরু করতে পারবো এখন। পুরো সিরিজের সময়সূচী একই থাকবে, আমরা শুধু ৩ দিন পিছানোর কথা বলেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে ইতিবাচক সারা পেয়েছি।” আগামী শনিবার ১০ই আগস্ট বাংলাদেশ এবং পাকিস্তান “এ” দলের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, এটি শুরু হবে ১৩ই আগস্ট।
একইভাবে প্রতিটি ম্যাচ ৩ দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২য় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ই আগস্ট। এরপরে বাংলাদেশ ও পাকিস্তান “এ” দল ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। যা যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ তারিখ অনুষ্ঠিত হবে। এই সফরের প্রতিটি ম্যাচ ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ “এ” দলের পাকিস্তান সফরে দুটি ফরমেটে আলাদা অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি। টেস্ট ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে এনামুল হক বিজয়। মুশফিকুর রহিম, মমিনুল হক সহ বাংলাদেশ জাতীয় টেস্ট দলের আরো কিছু ক্রিকেটার খেলবেন। এবং ওয়ানডে ম্যাচগুলোর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণ তৌহিদ হৃদয়।