দীর্ঘদিন অপেক্ষার পরে আবারো এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। ২০২৭ সালের এশিয়া ওয়ানডে কাপ এর আয়োজক হবে বাংলাদেশ। দীর্ঘদিন অপেক্ষার পরে ক্রিকেটের বড় কোন আসরের আয়োজক হবে বাংলাদেশ।
৬ষ্ঠ বারের মতো এশিয়া কাপ এর আসর বাংলাদেশে বসতে যাচ্ছে। এশিয়া মহাদেশের সেরা টুর্নামেন্টের ১৬ টি আসরের মধ্যে এর আগেও ৫ বার এই টুর্নামেন্ট বাংলাদেশ আয়োজন করেছে। সর্বপ্রথম ১৯৮৮ সালে এশিয়া কাপের আয়োজক হয় বাংলাদেশ।
পরবর্তীতে ১ যুগের বিরতির পরে ২০০০ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এই আসর অনুষ্ঠিত হয়। এরপরে পরপর ২০১২, ২০১৪, ২০১৬ সালে বাংলাদেশে মহাদেশীয় এই শ্রেষ্ঠ টুর্নামেন্ট আয়োজন করা হয়। ২০১২ ও ২০১৬ সালে বাংলাদেশ ফাইনাল খেললেও পাকিস্তান ও ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকে আয়োজক দেশটি।
টাইগারদের সামনে আবারো শিরোপা জয়ের সুযোগ এসেছে। কেননা ২০২৭ সালের এশিয়া ওয়ানডে কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ২৮ শে জুলাই (রবিবার) এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা এসিসি ২০২৫ ও ২০২৭ সালের এশিয়া কাপ এর নাম প্রকাশ করেছে।
২০২৫ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপ আয়োজিত হবে ভারতে এবং ২০২৭ সালে ওয়ানডে এশিয়া কাপ আয়োজিত হবে বাংলাদেশে। এই দুই আসরের স্পন্সারশীপ রাইট এর জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
জানতে পারেনঃ ভারতকে হারিয়ে এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন শ্রীলংকা
২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ২০২৫ সালে প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ আয়োজিত হবে ভারতে। এবং একই নিয়মে ২০২৭ সালে ওয়ানডে (ODI) বিশ্বকাপ থাকায় ওই বছরে ওয়ানডে এশিয়া কাপ আয়োজিত হবে বাংলাদেশে।
এশিয়া কাপের পরপরই জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। নিয়মে কোন পরিবর্তন আসছে না, এশিয়া কাপের উভয় আসরেই থাকবে ১৩টি করে ম্যাচ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকার সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা ১ টি দল।
তারপরেই এই ৬ টি দলকে ২ গ্রুপে ভাগ করে, প্রতিটি দল ২ টি করে ম্যাচ খেলবে। তারপরে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের উপরে থাকা সেরা ২ টি দল সুপার ফোর খেলবে। “সুপার ফোর” এর বিজয়ী দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনাল বাদে দুই ধাপে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই ২ টুর্নামেন্ট ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ২০২৬ সালের প্রমীলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এছাড়াও পরবর্তী ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওডিআই (ওয়ানডে) ফরমেটে অনুষ্ঠিত হবে। এসব আসরের আয়োজক দেশ এখনো প্রকাশ করেনি এসিসি।
সর্বশেষ ২০২২ সালে নারীদের এশিয়া কাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। চলতি বছরে নারীদের এশিয়া কাপ পুনরায় আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।