শেষ হয়ে গেল এলপিএল প্লেয়ার ড্রাফট। প্রতিবছরের ন্যায় এ বছরেও বাংলাদেশি অনেক ক্রিকেটার এলপিএল এর প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছিল। এলপিএলে লিটন এবং শান্ত সহ ৪ ক্রিকেটার দল পেল না এবং দল পেয়েছেন অনেক ক্রিকেটার।
লংকান প্রিমিয়ার লিগ (LPL) নিলামে লিটন কুমার দাস, বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, পেসার শরিফুল ইসলাম সহ আরো অনেক বাংলাদেশী ক্রিকেটার এলপিএল নিলামে দল পাননি।
তবে আগ্রহের শীর্ষে ছিল বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের ভরসার নাম তাসকিন আহমেদ। ৫৮ লক্ষ টাকায় কলম্বোতে নাম লিখিয়েছেন সময়ের সেরা এই পেসার। এদিকে এলপিএল নিলামের পূর্বে আইকন বিদেশি ক্রিকেটার হিসেবে আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেরিয়েছেন ডাম্বুলা থান্ডার্স।
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভেরিয়ে ভেজায় খুশি ডাম্বুলা থান্ডার্স। ১৩ মে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে মুস্তাফিজকে দলে ভিড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রাঞ্চাইজি। কোন ধরনের ইনজুরিতে না থাকলে এবারের এলপিএলে বাংলাদেশী দুই পেসারকে মাঠে দেখা যাবে।
অপরদিকে বাংলাদেশের ওপেনিং ভরসা লিটন কুমার দাস এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে দলে ভিরাতে কোন দলই আগ্রহ দেখাননি। এলপিএলে লিটন কুমার দাসের ভিত্তি মূল্য ছিল ৩০ হাজার ডলার তথা বাংলাদেশী টাকায় ৩৫ লক্ষ টাকা।
এবং মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার, তথা বাংলাদেশী টাকায় প্রায় ৫৮ লক্ষ টাকা। এছাড়াও গত বছর লংকান প্রিমিয়ার লিগের একসময়ের সেরা রান সংগ্রহ তৌহিদ হৃদয়কেও দলে ভিরাতে কোন ফ্রাঞ্চাইজি আগ্রহ পোষণ করেনি। অবিক্রিত রয়েছেন বর্তমান বাংলাদেশের তিন ফরমেটের ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত ও।
এছাড়াও বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল খান নাম লিখিয়েছিলেন এলপিএল প্লেয়ার নিলামে। তার ভিত্তি মূল্য ছিল ৪০ হাজার ডলার তথা বাংলাদেশী টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা। কিন্তু একসময়ের এই সেরা ওপেনারকে দলে ভিড়াতে কোন দল আগ্রহ পোষণ করেনি।
রিলেটেড লেখাঃ বিশ্বকাপে বাংলাদেশের একাদশ সম্পর্কে জানালেন পাপন।
নিলামের প্রথম আসরে এখন পর্যন্ত বাংলাদেশী হিসেবে দল পেয়েছেন শুধুমাত্র তাসকিন আহমেদ। তবে এলপিএল নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশী এক ঝাঁক ক্রিকেটার। আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক।
নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রনি তালুকদার, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম, শহিদুল ইসলাম, তৌহিদ হৃদয়, জাকির হাসান, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সৌম্য সরকার সহ আরো অনেকে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের দুইদিন পরে মাঠে গড়াবে এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ)। বর্তমানে টি-টোয়েন্টি টুর্নামেন্ট গুলোর জনপ্রিয়তা ব্যাপক। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ সহ বিভিন্ন টুর্নামেন্টের মত এলপিএল ও বেশ জনপ্রিয়।