আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থান করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২ জুন থেকে। ইতিমধ্যে বিশ্বকাপে বাংলাদেশের একাদশ সম্পর্কে জানালেন পাপন সাহেব।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পূর্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। তবে বাংলাদেশ ৮ তারিখে শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলতে মাঠে নামবে। তার পূর্বে ২১, ২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই তার পছন্দের একাদশ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের বিশ্বকাপ একাদশ কেমন হবে? এ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলা দলটাকে তিনি এগিয়ে রেখেছেন পছন্দের শীর্ষে।
সম্পর্কিত লেখাঃ লাইভ ক্রিকেট স্কোর বল বাই বল দেখার নিয়ম।
শনিবার, নাজমুল হাসান পাপন বলেন – যদি আমাকে জিজ্ঞেস করা হয় ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজনকে খেলানো হবে? তবে এর উত্তর এখন আমি সঠিক দিতে পারছি না। তিনজনের মধ্য থেকে যে দুজন ভালো মনে হবে তারাই খেলবে।
তিন নাম্বার পজিশনে বর্তমান বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, চারে তৌহিদ হৃদয় এবং পাঁচ নাম্বারে সাকিব আল হাসান, ষষ্ঠ নাম্বার পজিশনে মাহমুদুল্লাহ রিয়াদ, সাতে অনিক থাকার সম্ভাবনা আছে। যদি আমরা এই কয়জন ব্যাটার নিয়ে মাঠে নামি।
৮ নম্বর পজিশনে একজন স্পিনার আসবে। সেখানে রিশাদ হোসেন থাকতে পারে এবং শেখ মাহাদী আসতে পারে, সেটা আমি জানি না। এরপরে মূলত তিনজন পেসার খেলবে। তাসকিন যদি ইনজুরি মুক্ত থাকে তাহলে তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ এর থাকার সম্ভাবনা বেশি।
এটা স্ট্যান্ডার্ড দল। এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে আমার মনে হচ্ছে। বর্তমানে লিটন কুমার দাস ফর্মে না থাকায় ওপেনিং এ তরুণ তানজিদ তামিমকে এগিয়ে রাখলেন বিসিবি সভাপতি পাপন।
তিনি বলেন, যদি ১ বছর আগেও জিজ্ঞেস করা হতো তামিম ইকবাল ছাড়া বাংলাদেশের সেরা ওপেনার কে? সবাই বলতো লিটন কুমার দাস। কিন্তু বর্তমানে লিটন তার ফর্মে নেই, তাই লিটনের জন্য দোয়া করতে পারি যাতে সে দ্রুত ফর্মে ফিরে আসে।
এছাড়া শান্ত, অনিক, তৌহিদ হৃদয় যাই বলেন ওদের যেই খেলাগুলো দেখেছি তারা সবাই খুবই সম্ভাবনাময়ী। সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলার দরকার নেই। ওপেনিং এ তানজিদ তামিমকেই এগিয়ে রাখা হবে।
ও টি-টোয়েন্টি ফরমেটে অসম্ভব ভালো খেলছে। যে আপ্রোচ ও সাহসিকতা দরকার এটা তানজিদের মধ্যে আছে। যদি ও ভালোভাবে সুযোগ পায়, তাহলে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আমাদের (বাংলাদেশ দলের) একজন ভালো ওপেনার হতে পারবে।
ওপেনিং পার্টনার হিসেবে পাপন সাহেব সৌম্য সরকারকে রেখেছেন। তিনি বলেন, আমরা জানি, সৌম্য যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলতে পারে। আমাদের ওপেনিং পজিশনে ধারাবাহিকতার একটা সমস্যা আছে। এছাড়া বাংলাদেশ দলে আর কোন সমস্যা নেই।
পেসারদের মধ্যে ফিট থাকলে তাসকিন, শরিফুল ও মুস্তাফিজুর রহমান দলে জায়গা পাবে। এখানে অন্য কারো ঢোকার সুযোগ নেই। এই ছিল বিশ্বকাপে বাংলাদেশের একাদশ সম্পর্কে জানালেন পাপন সাহেবের জানানো তথ্য ও তার চোখে বাংলাদেশের বিশ্বকাপ একাদশ।
আপনার কাছে উক্ত একাদশের কোন পরিবর্তন দরকার কিনা, এবং কোন পজিশনে পরিবর্তন দরকার! ও আপনার চোখে বাংলাদেশ বিশ্বকাপ একাদশ সম্পর্কে লিখে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি।